ঢাকা প্রতিনিধি: সিন্ডিকেট ভাঙতে ডিম সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে সরকারি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিম সিদ্ধ করে ডিপে রেখে দিলে অনেক ভালো থাকে। সব কিছুরই বিকল্প আছে। যখন দাম কম থাকবে তখন বেশি করে কিনে ফ্রিজে রেখে দিবেন। পরে সেখান থেকে নামিয়ে রান্না বা ভর্তা করে খাবেন। তিনি বলেন, বাংলাদেশে পণ্যের সিন্ডিকেট নতুন কিছু নয়। তাই, নিজেরা উৎপাদন ও সংরক্ষণ করতে পারলে সিন্ডিকেট এমনিতেই ভেঙে যাবে।
সরকারপ্রধান বলেন, নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য কয়েকটি বড় প্রতিষ্ঠান দায়ী। তারা খাদ্যপণ্য নিয়ে কারসাজি করে। তবে সিন্ডিকেট ভাঙা যাবে না তা ঠিক না। তিনি বলেন, পণ্যের দাম বেড়ে গেলে বিকল্প উপায় থেকে সংগ্রহ এবং আমদানির মাধ্যমে সরকার বাজার ব্যবস্থাপনায় সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছে।
প্রশ্নের পরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এমন কথা কে বলেছেন। জবাবে জানানো হয় বাণিজ্যমন্ত্রী ওই কথা বলেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেন, ‘ঠিক আছে আমি বাণিজ্যমন্ত্রীকে ধরব।’
ঢাকা/ইবিটাইমস/এনএল