লালমোহনে ভোলা জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা জেলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সাথে লালমোহন উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগষ্ট মাস শোকের মাস। এ মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা হত্যা করেছিল। বঙ্গবন্ধুর ২ কন্যা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যায়। ২০০৪ সালের ২১ আগষ্ট তৎকালীন বিএনপি জামাত জোট সরকার বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। আগষ্ট আসলেই স্বাধীনতা বিরোধীচক্র মাথা চাড়া দিয়ে উঠে। বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। বিএনপি জামাতের কোন ষড়যন্ত্রই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেয়া হবে না।

জেলা প্রশাসক আরিফুজ্জামান তার বক্তব্যে সকল পেশাজীবি লোকদেরকে তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে অনুরোধ করেন। তিনি আরো বলেন, বিশ্ব এখন অনেক দুর এগিয়ে গেছে। বাংলাদেশও অনেক দুর এগিয়েছে। তবে এখনো মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব রটনা করা হচ্ছে। এদের থেকে সকলকে সাবধান থাকতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলার সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি উপকারভোগীসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »