ভিয়েনা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক রোববার থেকে অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে শীতলকালীন সময় পরিবর্তন ফিলিস্তিনের পশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের যমুনা রেল সেতুর পিলারে ফাটল! ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভিয়েনায় বৈরী আবহাওয়ার সতর্কতা অনিয়মিত অভিবাসন রোধে মিশরের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে ইইউ তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু চরফ্যাশনে যুবদল সম্পাদকের উদ্যোগে খাবার ও বস্ত্র বিতরণ উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর ফুসফুসে পানি জমে যাওয়ায় স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এ জন্য তাঁকে সিসিইউতে ভর্তির সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। তবে সেখানে না নিয়ে সিসিইউ সুবিধা সংযুক্ত কেবিনেই তাঁর চিকিৎসা চলছে।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তাঁর উন্নত চিকিৎসা বাংলাদেশে নেই। এ সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল যে, এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। তিনি জানান, নতুন করে শুক্রবার খালেদা জিয়ার জ্বর আসে। ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ বেশ কিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু লিভারে পানি বেড়ে যাওয়ায় যে কোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। ব্লাড প্রেশার ও ডায়াবেটিস ওঠানামা করছে।

গত মঙ্গলবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছরে পা দেওয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। ২০২১ সালের এপ্রিলে কভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন মঙ্গলবার। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো উৎসব করছে না বিএনপি। তাঁর রোগমুক্তির জন্য বুধবার দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে জন্মদিন উদযাপনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে জন্মদিনের কেক কাটার মতো কর্মসূচি পালন করছে না দলটি।

সোমবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

আপডেটের সময় ০৮:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

ইবিটাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর ফুসফুসে পানি জমে যাওয়ায় স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এ জন্য তাঁকে সিসিইউতে ভর্তির সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। তবে সেখানে না নিয়ে সিসিইউ সুবিধা সংযুক্ত কেবিনেই তাঁর চিকিৎসা চলছে।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তাঁর উন্নত চিকিৎসা বাংলাদেশে নেই। এ সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল যে, এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। তিনি জানান, নতুন করে শুক্রবার খালেদা জিয়ার জ্বর আসে। ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ বেশ কিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু লিভারে পানি বেড়ে যাওয়ায় যে কোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। ব্লাড প্রেশার ও ডায়াবেটিস ওঠানামা করছে।

গত মঙ্গলবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছরে পা দেওয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। ২০২১ সালের এপ্রিলে কভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন মঙ্গলবার। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো উৎসব করছে না বিএনপি। তাঁর রোগমুক্তির জন্য বুধবার দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে জন্মদিন উদযাপনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে জন্মদিনের কেক কাটার মতো কর্মসূচি পালন করছে না দলটি।

সোমবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল