আনন্দ-উল্লাসে শেষ হলো বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বার্ষিক পিকনিক

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় অর্ধশত বছরের পুরাতন এই সংগঠনটি এবারই প্রথম অস্ট্রিয়ার বাহিরে তাদের বার্ষিক পিকনিক সম্পন্ন করলো

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৩ আগষ্ট) বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ হাঙ্গেরির বালাতন লেকে তাদের এই বছরের পিকনিক অত্যন্ত জাঁকজঁমক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেছে। এই পিকনিকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় ১৮০ জনের উপরে সদস্য অংশগ্রহণ করেন। ভিয়েনা থেকে অস্ট্রিয়ার পর্যটন সংস্থা বালাগুছ (Blaguss) এর দুটি দোতালা বাস ছাড়ার আরও কয়েকটি প্রাইভেট কারে করে অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসীরা বালাতন লেকে যান।

ভিয়েনা থেকে যাত্রা শুরু করে দলটি অস্ট্রিয়া হাঙ্গেরির সীমান্তবর্তী হাঙ্গেরির Hegyyeshalom এর একটি পার্ক এলাকায় সকালের নাস্তা সেরে নেন। তারপর
প্রায় বিরতি সহ প্রায় চার ঘন্টা পর বালাতন লেকে পৌঁছান বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির পিকনিক দল।

কিছুটা বিরতির পর বালাতন লেকের সন্নিকটস্ত পার্কে মধ্যাহ্নভোজ সম্পন্ন করে তারা। তারপর বালাতন লেকের SZENT MIKLÖS পর্যটন সংস্থার একটি বড় জাহাজে করে দুই ঘন্টা বালাতন লেকে নৌ বিহার সম্পন্ন করেন। এই সময় পিকনিকে আগতদের ছবি, ভিডিও করা ও ফেসবুক লাইভে ব্যস্ত থাকতে দেখা যায়। তাছাড়াও জাহাজের ক্যান্টিনে চা,কফি ও ঠাণ্ডা পানীয় পান করে বেশ আনন্দঘন পরিবেশে খোশ গল্প করতে দেখা যায় অনেককেই।

তাদের মধ্যে অন্যতম ছিলেন ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ ও বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) ও বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান অডিটর কবির আহমেদ।

তাছাড়াও আরও উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা পারভেজ মনোয়ার ও বর্তমান সভাপতি সালমান কবির সোহাগ ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাবেক সভাপতি জুয়েল ইসলাম।

বালাতন লেকে নৌ বিহার শেষে বিকালে পুনরায় পার্কে ফেরত এসে বিভিন্ন খেলাধূলার আয়োজন করে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি। তাছাড়াও সমিতির ক্রীড়া
সম্পাদক বি এম রুহুল আমিনের পরিচালনায় আসার সময় বাসে দশটি প্রশ্ন সম্বলিত এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় দেড় শতাধিকের উপরে প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারমধ্যে ২৬ জন সঠিক উত্তর দেন।

পরে শিশুদের দিয়ে লটারির মাধ্যমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। একই পদ্ধতিতে রাফেল ড্রয়ের বিজয়ীদের নির্ধারণ করা হয়।

সময়ের স্বল্পতার জন্য ভিয়েনায় ফেরত এসে ভিয়েনার সেন্ট্রাল রেল স্টেশনে (Hauptbahnhof) বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

পিকনিক শেষে ফেরত ভিয়েনায় আসার সময় বাসে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সকলেই বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির এই প্রথম অস্ট্রিয়ার বাহিরে অত্যন্ত সুলভ মূল্যে খাবার ও পানীয় সহ বাস ও বালাতন লেকে বড় জাহাজে দুই ঘন্টার নৌ বিহারের আয়োজনে সন্তষ্টি প্রকাশ করেন।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান সভাপতি মামুন হাসান এক সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সদস্য ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সদস্যদের পিকনিকে অংশগ্রহণ করে পিকনিকটিকে অত্যন্ত আনন্দদায়ক ও প্রাণবন্ত করে তোলায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ অস্ট্রিয়া সমিতিকে আরও সচল ও কার্যক্ষম রাখতে আগামী সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে সদস্যপদ নবায়ণের অনুরোধ করেন।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির কার্যকরী কমিটির পক্ষে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ফসিয়ার শেখ,
ক্রীড়া সম্পাদক বি এম রুহুল আমিন ও সন্মানিত সদস্য সালমান কবির সোহাগ প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »