ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন আকর্ষণ
ইউরোপ ডেস্কঃ শনিবার (১২ আগষ্ট) বোমা হামলার হুমকির কারণে প্যারিসের আইফেল টাওয়ারের আশে-পাশে অবস্থানরত লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে জনপ্রিয় ফরাসি সংবাদপত্র “লে প্যারিসিয়েন” জানিয়েছে, দুপুর ১.৩০ টার কিছুক্ষণ পরেই প্রায় ৪,০০০ লোককে দৃশ্য এবং ফোরকোর্ট ছেড়ে যেতে হয়েছিল। প্যারিসের বিস্ফোরক বিশেষজ্ঞরাও সাথে সাথেই আইফেল টাওয়ারের চত্বরে অনুসন্ধান শুরু করেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্য ইউরোপীয় সময় বিকাল পাঁচটা পর্যন্ত ঘটনাস্থলে কোনও বোমা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কিভাবে হুমকি দেওয়া হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য যে, ১৩০ বছরেরও বেশি পুরনো এই টাওয়ারটি দেখতে প্রতি বছর প্রায় ৭ মিলিয়ন মানুষ এখানে আসেন। ফ্রান্সে “ডেম দে ফের” (“লৌহের ভদ্রমহিলা”) নামেও পরিচিত এই স্মৃতিস্তম্ভটি প্যারিস বিশ্ব মেলার জন্য নির্মিত হয়েছিল এবং ১৮৮৯ সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।
কবির আহমেদ/ইবিটাইমস