যারা বাসায় ভিয়েনা রাজ্য প্রশাসন থেকে বোনাসের চিঠি পাবেন। তারা চিঠিতে উল্লেখিত নিয়ম মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৫ জুলাই) ভিয়েনা রাজ্য প্রশাসনের উদ্ধৃতি দিয়ে ভিয়েনার মেট্রোরেলের ফ্রি দৈনিক Heute এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানায়, ভিয়েনায় বসবাসরত পরিবারের কাছে শীঘ্রই একটি
বাসা বাবদ বোনাস আসছে। ভিয়েনার অনেক পরিবারকে বাসা বোনাস ২০০ ইউরো করে দেয়া হবে।
আমাদের অস্ট্রিয়া প্রতিনিধি ইউরো বাংলা টাইমসকে জানিয়েছে, ইতিমধ্যেই ভিয়েনায় বসবাসরত অনেক
বাংলাদেশী পরিবার ভিয়েনা রাজ্য প্রশাসন থেকে এই বোনাসের চিঠি পেয়েছেন এবং চিঠিতে উল্লেখিত কোড
নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করে পরিবারের সদস্যদের নাম,জন্ম তারিখ ও ব্যাংক একাউন্ট দিয়েছেন। পত্রিকাটির তথ্য অনুযায়ী আবেদনের এক সপ্তাহের মধ্যেই উক্ত ২০০ ইউরোর বাসা বোনাস ব্যাংকে পাঠাবে ভিয়েনা রাজ্য প্রশাসন।
তবে এই বাসা বোনাস তারাই পাবে,যাদের আয় তুলনামূলক কম এবং পরিবারের স্বামী ও স্ত্রীর মধ্যে একজন কাজ করেন। এই সপ্তাহের শুরু থেকেই ভিয়েনা প্রশাসনের পক্ষ থেকে এই চিঠি পাঠানো শুরু হয়েছে। চিঠিতে লিখা রয়েছে “Wiener Wohnbonus “23”।
চিঠিতে ভিয়েনা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জন্য “বর্ধিত আবাসন ব্যয় মোকাবেলায় সহায়তা করার উদ্দেশ্যে”। ভিয়েনা প্রশাসন থেকে আরও বলা হয়েছে,যে কোনও ব্যক্তি “২৮ জুন,২০২৩ পর্যন্ত ভিয়েনা ঠিকানায় একটি মূল বাসস্থান নিবন্ধন করেছেন এবং ১৮ বছর বয়সে পৌঁছেছেন তিনি ভিয়েনা হাউজিং বোনাস ‘২৩’-এর জন্য আবেদন করতে পারেন৷” যাইহোক, এটি অবশ্যই লক্ষ করা উচিত যে এটি এক ব্যক্তির পরিবারের মোট আয়ের সীমা ৪০,০০০ ইউরোর(বাৎসরিক মোট বেতন -Brutto) বেশি হওয়া উচিত নয় ৷
কবির আহমেদ/ইবিটাইমস
























