ভিয়েনা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাদা কাগজে কমিটি ঘোষণা, সমালোচনার ঝড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • ৪০ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: সাদা কাগজে করা হয়েছে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা। পদ-পদবী প্রাপ্তরা করছেন মিছিল-মিটিং। সমর্থকরা করছেন বাধভাঙ্গা উচ্ছাস। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সেল এভাবে সাদা কাগজে কমিটি ঘোষণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা ও নিন্দার ঝড়।

জানা গেছে,গত নভেম্বরে শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে ৮ মাস সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি দিতে ব্যর্থ হয় জেলা আওয়ামী লীগের নেতারা। ফলে নেতাকর্মীদের মাঝে হতাশার সৃষ্টি হয়। তবে ৩ দিন আগে হঠাৎই শৈলকুপার রাজনীতিবিদ,সুশিল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগনের ফেসবুক প্রোফাইলে ভেসে উঠে সাদা কাগজে কমিটির ঘোষনার খসড়া। সেই খসড়ায় চোখ বুলালে দেখা যায়, সাদা কাগজে শৈলকুপা  উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নাম রয়েছে মতিয়ার রহমান বিশ্বাসের, সাধারণ সম্পাদক হিসেবে এম আব্দুল হাকিম আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি  কাজী আশরাফুল আজম,সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু সহ অন্যান্য পদের জন্য রয়েছে অসংখ্য নেতার নাম। তবে এই খসড়ায় নেই জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সীলযুক্ত কোন সাক্ষর। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিরুপ মন্তব্য।

বিষয়টি নিয়ে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র কাজী আশরাফুল আজম জানান, আগে কমিটিতে নাম থাকলে কেন্দ্র থেকে সরাসরি কাগজ পাঠানো হতো। তবে এবার কিছুই পায়নি। আদৌ কমিটি ঘোষনা হয়েছে কিনা সেটাও জানিনা।

শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, এ ভাবে পকেট কমিটি ঘোষণা দিয়ে তৃণমূলের কর্মীদের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে এ কমিটি স্থগিত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, সাদা কাগজে লেখা থাকলেও সেটাই বৈধ এবং সঠিক। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে দেশের বাইরে থাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঝিনাইদহ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাদা কাগজে কমিটি ঘোষণা, সমালোচনার ঝড়

আপডেটের সময় ০৩:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

ঝিনাইদহ প্রতিনিধি: সাদা কাগজে করা হয়েছে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা। পদ-পদবী প্রাপ্তরা করছেন মিছিল-মিটিং। সমর্থকরা করছেন বাধভাঙ্গা উচ্ছাস। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সেল এভাবে সাদা কাগজে কমিটি ঘোষণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা ও নিন্দার ঝড়।

জানা গেছে,গত নভেম্বরে শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে ৮ মাস সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি দিতে ব্যর্থ হয় জেলা আওয়ামী লীগের নেতারা। ফলে নেতাকর্মীদের মাঝে হতাশার সৃষ্টি হয়। তবে ৩ দিন আগে হঠাৎই শৈলকুপার রাজনীতিবিদ,সুশিল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগনের ফেসবুক প্রোফাইলে ভেসে উঠে সাদা কাগজে কমিটির ঘোষনার খসড়া। সেই খসড়ায় চোখ বুলালে দেখা যায়, সাদা কাগজে শৈলকুপা  উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নাম রয়েছে মতিয়ার রহমান বিশ্বাসের, সাধারণ সম্পাদক হিসেবে এম আব্দুল হাকিম আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি  কাজী আশরাফুল আজম,সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু সহ অন্যান্য পদের জন্য রয়েছে অসংখ্য নেতার নাম। তবে এই খসড়ায় নেই জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সীলযুক্ত কোন সাক্ষর। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিরুপ মন্তব্য।

বিষয়টি নিয়ে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র কাজী আশরাফুল আজম জানান, আগে কমিটিতে নাম থাকলে কেন্দ্র থেকে সরাসরি কাগজ পাঠানো হতো। তবে এবার কিছুই পায়নি। আদৌ কমিটি ঘোষনা হয়েছে কিনা সেটাও জানিনা।

শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, এ ভাবে পকেট কমিটি ঘোষণা দিয়ে তৃণমূলের কর্মীদের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে এ কমিটি স্থগিত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, সাদা কাগজে লেখা থাকলেও সেটাই বৈধ এবং সঠিক। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে দেশের বাইরে থাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঝিনাইদহ/ইবিটাইমস