ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের শতশত নারী পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে রথযাত্রা মহা উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে বিভিন্ন মন্দির থেকে জগ্ননাথ দেবের বিগ্রহ নিয়ে রথে বসিয়ে রথ বের হয় এবং শোভাযাত্রা সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একএক মন্দিরের জগ্ননাথ দেবের বিগ্রহ মন্দির পরিবর্তন করে রাখা হয়। ৭দিনপরে উল্টো রথের মাধ্যমে জগ্ননাথ দেবের বিগ্রহ শশ্মান মন্দিরে নিয়ে আসা হবে। হিন্দুদের মধ্যে বিশ্বাস রয়েছে এই রথের রশি ধরে রথ টানলে পূর্ণ্য লাভ হয়।
রথযাত্রা শুরু হওয়ার পূর্বে মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে রথযাত্রার উৎসবের উদ্বোধন(ভার্চুয়াল) করেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির সদস্য রঞ্জন কর্মকার বরিশাল বিভাগের হিন্দু কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি দোলা গুহ, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মদন মোহন আখড়াবাড়ির মন্দিরের সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী।
বাধন রায়/ইবিটাইমস