বরিশাল বিভাগীয় সাহিত্য মেলা২০২৩ এর শুভ সূচনা

দক্ষিণ বাংলার কবি সাহিত্যিকদের পদচারণায় মুখর বরিশাল শিল্পকলা

রিপন শানঃ বরিশাল বিভাগের সকল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন হয়েছে।
বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়।
বুধবার (২০জুন২০২৩) সকাল সাড়ে ১০টায় বরিশালের শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল বিভাগীয় সাহিত্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  সচিব খলিল আহমদ।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সাহিত্য মেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  তৃণমূল পর্যায়ে কবি, সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বিভাগীয় শহর ও জেলায় জেলায় সাহিত্য সম্মেলন আয়োজনের নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনার  আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলা একাডেমির সমন্বয়ে বিভাগীয় কমিশনারের ব্যবস্থাপনায় এই সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।
শুরুতে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও অতিথিরা বইয়ের স্টল পরিদর্শন করেন।
দ্বিতীয় অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। মূখ্য আলোচক ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ। আলোচক ছিলেন অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তী ও ড. শিপ্রা সরকার। মেলার প্রথম দিনের শেষ পর্বে বর্ষা ঋতুকে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা কবিতা পাঠ করেন- জাতীয় কবিতা পরিষদ- ভোলার  সাধারণ সম্পাদক কবি রিপন শান।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »