সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ২৮ জুন
ইউরোপ ডেস্কঃরবিবার (১৮ জুন) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জিলহজ মাসের চাঁদ দেখার এই ঘোষণা দিয়েছে। ফলে সোমবার (১৯ জুন) আরবি জিলহজ মাসের প্রথম দিন। ফলে জিলহজ মাসের ৯ তারিখ মঙ্গলবার (২৭ জুন) হজের মূল পর্ব আরাফাতের দিন। পরের দিন বুধবার (২৮ জুন) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
অস্ট্রিয়া সহ ইউরোপ,আমেরিকা,কানাডা সহ সমগ্র পশ্চিমা দুনিয়া সৌদি আরবের সাথে মিল রেখে ২৮ জুন পবিত্র ঈদুল আজহা পালন করবে।
অন্যদিকে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশ যেমন ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে সৌদি আরবের একদিন পর পবিত্র ঈদ উদযাপন করে থাকে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর