টিআরপি বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ঢাকা প্রতি‌নি‌ধিঃ টিআরপি (ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার্ড) বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকার আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে মানববন্ধন করেছেন কর আইনজীবীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে- আইটিপি (ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার) নিয়োগ, আইনজীবীদের রাজস্ব ভবনে বসার দাবি, এনবিআর ভবনে পেশাদার কাজে প্রবেশে ভিজিটিং কার্ড বাতিল এবং এনবিআরের অবৈধ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।

রবিবার (১৮ জুন)  কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, বিগত ২৩মে, ২০২৩ইং তারিখ এক এস,আরও নং১৬৮/আইন/আয়কর/২০২৩ এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স রিটার্ন প্রিপারর (TRP)নিয়োগ সম্পকিত NBR এক বিধিমালা জারি করে। উক্ত জারিকৃত বিধিমালাটি একটি কালো আইন, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪(২)(এফ) এর সাথে সাংঘর্ষিক বিধায় বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলও) ও ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলও) এর সভাপতি সাবেক সাংসদ মোঃ সোহরাব উদ্দিন, মহাসচিব এডভোকেট মোঃ খোরশেদ আলম, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট বি এন দুলাল, সাধারন সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান খান(দিপু)।

বক্তারা এই কালো আইন বাতিলের দাবী করেন এবং এই দাবী না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।

মানববন্ধনে কয়েক হাজার প্রবীন ও নবীন আইনজীবি অংশগ্রহন করেন।

মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »