ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বাংলাদেশ হুমকির মুখে। এই দেশ অন্য দেশের তাবেদারিতে চলে গেছে
বাংলাদেশ ডেস্কঃ শুক্রবার (১৬ জুন) বিকালে বরিশাল নগরীর সদর রোডে এক সমাবেশে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার বিচার ও সিইসি’র পদত্যাগ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, ‘লাখো শহিদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশে সাম্য-সমতা মানুষের অধিকার। কিন্তু বর্তমানে দেশে জান ও মালের নিরাপত্তা নেই। ১২ জুন মুফতি সৈয়দ ফয়জুল করীমকে পরিকল্পতভাবে হত্যা করতেই হামলা চালানো হয়েছিলো। জালেমদের উৎখাত করার জন্য আরেকটা স্বাধীনতা যুদ্ধ দরকার।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান সরকার, নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন যে কাণ্ড ঘটিয়েছে তা কলঙ্কজনক। সিইসি’র কথা মানে রান্নাবাড়ি খেলার মতো।’
সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল হুদা ফয়েজী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল করিম প্রমুখ।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে জুমার নামাজের পর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলখানা মোড় থেকে কাকলীর মোড় পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া, সমাবেশ উপলক্ষ্যে সদর রোডে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
তথ্যসূত্র: বিভিন্ন সংবাদ মাধ্যম
কবির আহমেদ/ইবিটাইমস