চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে বিয়ের দাবীতে সহপাঠী প্রেমিকের বাড়িতে অনশনে বসছে অর্নাস পড়–য়া এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামে প্রেমিক শাকিল হাওলাদারের বাড়িতে অনশন শুরু করে ওই শিক্ষার্থী। সহপাঠীর প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক শাকিল হাওলাদার। এঘটনায় এলাকায় ছড়িয়ে পরলে গ্রাম জুড়ে তোলপার শুরু হয়। অনশনকারী শিক্ষার্থীকে দেখতে ওই বাড়িতে ভীর জামায় নারী-পুরুষ শিশু কিশোরা।
অনশনকারী শিক্ষার্থী জানান, ওই ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে শাকিল ও তিনি একই ক্লাসে অধ্যয়নরত আছেন। একই শ্রেনীতে লেখা পাড়ার সুধাবে সহপাঠী শাকিল প্রায় সময় তাদের বাড়িতে আসাযাওয়া করতো। এরই মধ্যে তাদের দুজনের প্রেম সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুত্র ধরে প্রেমিক শাকিল বিয়ের প্রলোভান দেখিয়ে তার সাথে শারিরিক সম্পর্ক গড়ে তুলে। বৃহস্পতিবার সকালে শাকিল তার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে তরুনী( শিক্ষার্থী)কে তার বাড়িতে ডেকে নেয়া প্রেমিক শাকিল। পারে তাকে বিয়ের জন্য বলা হলে প্রেমিক শাকিল অস্বীকৃতি জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে আমি বিয়ে দাবী নিয়ে প্রেমিক শাকিলের বাড়িতে অনশন শুরু করলে তার পরিবারের সদস্যরা ও বাড়ি থেকে পালিয়ে যায়।
শিক্ষার্থী তরুনী আরো জানান,অনশনের পর পরই শাকিল ও তার পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বেড় কারতে মরিয়া হয়ে উঠেছে। প্রেমিক শাকিলসহ পরিবারের সদস্যদেরা পালিয়ে থেকে বহিরাগতদের দিয়ে হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি।
শাকিলের ও তার পরিবারের সদস্যরা পালিয়ে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঘটনাটি শুনে উভয় পরিবারকে সমোঝতার জন্য ডাকা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি শুনে ওই ছাত্রীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস