ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় আগামি ২৩জুন ৬মাস থেকে ১১ মাস বয়সি ১০৩২৬ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ৭৮৭১১জন শিশুসহ ৮৯০৩৭ জন শিশুকে লাল ও নীল রং এর ভিটামিন এ ক্যপসুল খায়াওনো হবে।
জেলার ৪টি উপজেলা ও ২টি পেরৈসভা নিয়ে ৮২৪টি কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসুচির আওয়াতায় ক্যাপসুল খাওয়োনো হবে। ৬-১১ মাস বয়সি শিশুদের নীল রং এর ও ১২-৫৯ মাস বয়সি শিশুদের লাল রং এর ভিটা-এ ক্যাপ খাওয়োনো হবে।
ঝালকাঠি সিবিল সার্জন্ট ডাঃ এইচ এম জহিরুল ইসলাম জেলার মিডিয়া কর্মিদেও নিয়ে এ বিষয় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য স্থাপন করেছে। ঝালকাঠি সিভিল সার্জন্ট কার্যলয়ে সভাকক্ষে বুধবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এর পূর্বে একই ভেনুতে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিলুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহে সমাপনি অনুষ্ঠানে অয়েজিত কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদেও মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস