ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, ঝালকাঠি জেলায় খাস জমি বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। জেলায় খাস জমি বন্দোবস্ত নিয়ে এক শ্রেণির মানুষ দালান কোঠা বানিয়ে ভোগ দখল করে ফেলছে এবং যখন জেলার উন্নয়ন কর্মকান্ডের জন্য প্রকল্প নেয়া হয় তখন খাস জমি পাওয়া যায় না। একারণেই এই ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নিয়ে অভিযান চালাতে হবে। কারণ মাদক একটি সর্বনাশা জিনিষ এবং মাদক, পরিবার সমাজ ও জাতীকে ধ্বংস করে।
তিনি মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝূমের সভাপতিত্বে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, পিপি আব্দুল মান্নান রসুল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আছমা সিদ্দিকী প্রমুখ ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বাধন রায়/ইবিটাইমস