পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ইয়াবা সহ মো. জাহিদুল ইসলাম (৪২) নামের এক কারারক্ষীকে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিন শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি মাদক মামলায় চাকুরী থেকে বরখাস্ত রয়েছেন।
জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশের (দক্ষিন) শাখার ওসি আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে তাকে নিজ বাড়ির সামনে থেকে ২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও তিনি কাউখালীতে ২শত পিচ ইয়াবা ও ৬শত গ্রাম গাঁজা সহ নিহ বসত ঘর থেকে গ্রেফতার হন। এ ছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠীতে ৩টি মাদক মামলা রয়েছে। ওই সব মামলায় তিনি চাকুরী থেকে বরখাস্ত রয়েছেন।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, ওই বরখাস্তকৃত কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস