তুরস্ক-ইতালি সমুদ্র রুটে অভিবাসী প্রত্যাশীদের অস্বাভাবিক বৃদ্ধি

বিশ্বের অন্যতম ভয়ঙ্কর তুরস্ক-ইতালি সমুদ্র পথে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বহু গুনে বৃদ্ধি পেয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন সংক্রান্ত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই সমুদ্রে পথে বর্তমান অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR)।

এদিকে তুরস্কের সরকার দাবি করছে,বর্তমানে গ্রিসের কট্টরপন্থি সরকার অভিবাসনপ্রত্যশীদের ফিরিয়ে দিচ্ছে বলেই এমন ঘটনা ঘটছে।

ইনফোমাইগ্র্যান্টসের প্রতিবেদনে আরও বলা হয়েছে,এজিয়ান সাগরে গ্রিস অভিবাসন প্রত্যাশীদের অবরুদ্ধ করে রেখেছে বলেও অভিযোগ করেছে তুরস্ক। তারা বলছে, দীর্ঘপথ পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের দক্ষিণ ইতালিতে যেতেও বাধ্য করছে গ্রিস। ইউরোপ যেতে মানবপাচারকারীদের হাতে হাজার হাজার ইউরো দেয়ার পর ঝুঁকিপূর্ণ যাত্রায় খুব বেশি খাবার-দাবার কেনার সামর্থ্যও থাকে না অভিবাসনপ্রত্যাশীদের।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলেছে, গেল এক সপ্তাহে সমুদ্র পথে তুরস্ক থেকে ইতালির ক্যালাব্রিয়ায় পৌঁছেছে ৬৯৫ জন অভিবাসন প্রত্যাশী। ২০২২ সালে সমুদ্র পথে ইতালি আসে প্রায় ১ লাখ ৫ হাজার অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে অন্তত ১৫ হাজার মানুষ আসেন তুরস্ক-ইতালি রুট দিয়ে যা ২০২১ সালের তুলনায় দ্বিগুণ বলছে সংস্থাটি।

২০১৯ সালে গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে রক্ষণশীল কিরিয়াকোস মিতসোটাকিসের জয়ের পর দেশটির সীমান্ত থেকে অভিবাসীদের ফিরিয়ে দেয়ার প্রবণতা বাড়ছে। আর সেদিকেই ইঙ্গিত করছে তুরস্ক। তাদের দাবি, তুরস্কের উপকূল থেকে গ্রিসে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের প্রত্যাখ্যান করা হলে তারা ইতালির দিকে যেতে থাকে।

অভিবাসীদের নৌকা নিয়ে গ্রিসের দ্বীপগুলোতে পৌঁছানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। ফলে তারা দক্ষিণ ইতালির দিকে যাত্রা শুরু করে। এথেন্সের অভিবাসন নীতির কট্টর সমালোচক আঙ্কারা জানিয়েছে, ২০২২ সালে ১৮ হাজার অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে দিয়েছে গ্রিস।

বর্তমানে তুরস্ক উপকূল হয়ে অনেকে ইউরোপে আশ্রয় নেয়ার পরেও দেশটিতে শুধু সিরীয় শরণার্থীর সংখ্যা এখনও ৩৫ লাখের বেশি। এর পরেই আসে আফগানিস্তানের নাম। ২০২১ সালে দেশটিতে তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করলে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে আসেন।

এর পরে আছে ইয়েমেন, প্যালেস্টাইন এবং কঙ্গো, নাইজেরিয়া, সোমালিয়া ও ইরিত্রিয়াসহ আফ্রিকান বিভিন্ন দেশের অভিবাসীরাও। ভাগ্য বদলের আশায় যে কোনো মূল্যে ইউরোপে পৌঁছাতে চান তারা। আর সেই চেষ্টায় তুরস্ককে সেতু হিসাবে নিয়েছেন অভিবাসন প্রত্যাশীরা।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম-এর একজন প্রতিনিধি বলেন, “ইউরোপ যাওয়ার স্বপ্নে প্রতিদিন শত শত মানুষ তুরস্কের উপকূল ভিড় করে। কিন্তু ২০১৫ সালে সিরিয়া যুদ্ধের কারণে এ সংখ্যাটি ছিল হাজার হাজার।”

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে যারা সমুদ্র পথে ইতালি পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতালি পর্যন্ত পৌঁছাতে একজন প্রাপ্ত বয়স্ককে গুণতে হয় প্রায় ৮ হাজার ৫০০ ইউরো, আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য দিতে হয় ৪ হাজার ইউরো। তবে গ্রিসে পৌঁছাতে পারলে এত খরচের প্রয়োজন নেই বলেও জানান তারা।

তথ্যসূত্র: ইনফোমাইগ্র্যান্টস ইউরোপ

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »