নারী বিশ্বকাপে ষষ্ঠ বার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপ ফাইনাল আর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন এটা যেনো অনেকটা লিখেই রাখা হয়। হোক ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার শিরোপা জেতা যেন অবধারিত। এবারও ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আয়োজক আফ্রিকাকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপা ঘরে তুললো অসিরা।

ফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক অ্যালিসা হ্যালি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৩৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

কেপটাউনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হ্যালি ও বেথ মোনি মিলে পাওয়ার প্লের ৬ ওভারে স্কোরবোর্ডে ৩৬ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দেয়। যদিও তাদের সেই জুটি বড় হতে দেয়নি প্রোটিয়া বোলাররা। দলীয় ৩৬ রানে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলিকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পায় দক্ষিণ আফ্রিকা।

এরপর গার্ডনার আর মোনি মিলে দেখেশুনে ব্যাটিং করতে থাকে। এই দুই ব্যাটার মিলে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তোলে। তবে দলীয় ৮২ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেয় গার্ডনার। এই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় উইকেট হারায় অসিরা। দলীয় ১০৩ রানে বিদায় নেয় গ্রেস হ্যারিস।

এরপর মেগ ল্যানিং ও বেথ মোনি মিলে বড় সংগ্রহ দাঁড় করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। দলীয় ১২২ রানে বিদায় নেন ল্যানিং। এরপর মিডল অর্ডারদের নিয়ে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় অসিরা। ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন মোনি।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় প্রথম ধাক্কা খায় আফ্রিকা। ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন ওপেনার ব্রিটস। এরপর উলভার্ট আর কেপ মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। যদিও খুব বেশি সফল হতে পারেননি তারা। দলীয় ৪৬ রানে বিদায় নেন কেপ। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে আফ্রিকা।

পরবর্তীতে উলভার্ট পরবর্তী ব্যাটার টাইরনকে নিয়ে বড় জুটি গড়ে তোলেন। তবে ১০৯ রানে উলভার্টের বিদায়ে আফ্রিকার জয়ের আশা শেষ হয়ে যায়। ব্যক্তিগত ৬১ রানে তার বিদায়ে স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার সমর্থকদের। এরপর বাকি ব্যাটাররা পারেনি দলকে শিরোপা জেতাতে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া নারী দল : ২০ ওভারে ১৫৬/৬ (হিলি ১৮, মোনি ৭৪*, গার্ডনার ২৯, হ্যারিস ১০, ল্যানিং ১০, পেরি ৭, ওয়্যারহাম ০, ম্যাকগ্রাথ ১*; মালাবা ৩-০-২৪-১, শবনিম ৪-১-২৬-২, কেপ ৪-০-৩৫-২, খাকা ৪-০-২৭-০, নাদিন ৩-০-২৭-০, টাইরন ২-০-১৫-১)

দক্ষিণ আফ্রিকা নারী দল: ২০ ওভারে ১৩৭/৬ ( উলভার্ট ৬১, ব্রিটস ১০, কেপ ১১, লুস ২, টাইরন ২৫, নাদিন ৮*, এনেকে ১, জাফতা ৯*; মেগান ৪-০-২৩-১, গার্ডনার ৪-০-২০-১, ব্রাউন ৪-০-২৫-১, পেরি ১-০-৫-০-, ৩-০-২১-০, ওয়্যারহাম ২-০-২১-০, ম্যাকগার্থ ২-০-১৭-০)

ফলাফল : অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »