পিরোজপুর প্রতিনিধি: আাগামী ৪ ফেব্রæয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশে সফল করার লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রæয়ারী) সকালে উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ওই ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, নাজিরপুর উপজেলা বিএনপির আহŸায়ক মিজানুর রহমান দুলাল, যুগ্ম আহŸায়ক রফিকুল ইসলাম, সাফিকুল ইসলাম সাফিক প্রমুখ।
এসময় বিএনপি নেতারা বলেন, জনগনের এখন ভোটে উপর দিয়ে আস্থা হারিয়ে গেছে। কারন এই সরকার এখন দিনের ভোট রাতে করে। তাই তারা এখন আর ভোট কেন্দ্র যায় না। আওয়ামী লীগ আরোও একটি রাতের ভোট আয়োজন করে ক্ষমতা টিকে থাকতে মরিয়া।
আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর স্বিদ্ধান্ত প্রতিবাদ জানিয়ে বলেন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। খুন গুম ও নির্যাতন চালিয়ে জনগনের চলমান গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না।
পরে গনতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি আদায়ে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদানের আমন্ত্রন জানিয়ে বাজারে প্রচার পত্র বিলি করে বিএনপির নেতারা।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস