ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ধলীগৌরনগর ইউনিয়নের এলাকাবাসীরা পুকুর থেকে ২০ কেজি ওজনের একটি পুরুষ চিত্রা হরিণ উদ্ধার করে।
বুধবার(১ ফেব্রুয়ার) সকালে উপজেলার এই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা গ্রাম থেকে উদ্ধার করা হয় হরিণটি।
স্থানীয়রা জানান, সকালের দিকে শিয়াল মনে করে হরিণটিকে ধাওয়া করে এলাকার কিছু যুবক। পরে সেটি পুকুরে লাফিয়ে পরে। পুকুর থেকে উদ্ধারের পর লোকজন দেখে এটি হরিণ। পরে স্থানীয়রা বন বিভাগ ও পুলিশকে খবর দেয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ স্থানীয়দের কাছ থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করা হয়েছে। এটি পুরুষ চিত্রা হরিণ। দুপুরের দিকে চর উড়িলের বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।
জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, জেলার প্রায় ১০টি বনে হরিণ রয়েছে। খাবার ও মিঠা পানির সন্ধানে অনেক সময়ই হরিণ লোকালয়ে চলে আসে। তার ধারণা উদ্ধার হওয়া হরিণটিও খাবার অথবা মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে এসেছে।
উল্লেখ, গত ২৭ জানুয়ারি শুক্রবার জেলার তজমুউদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চরে কুকুরের কামড়ে প্রায় ৫০ কেজি ওজনের একটি হরিণের মৃত্যু হয়েছিল। এই নিয়ে ভোলার লোকালয়ে ২ টি হরিণের সন্ধান পাওয়া যায়।
মনজুর রহমান/ইবিটাইমস