ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই সরকারের বিদায়ের আন্দোলনে অগ্রসর হতে হবে। অতি দ্রুত এই সরকারকে বিদায় দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এই সরকারকে বিদায় করার জন্য জনগণ রাস্তায় নেমেছে।’
মঙ্গলবার গাবতলীতে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রার শুরুতে দেয়া বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিকেল সোয়া ৩টার দিকে গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে শেষ হয় বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।
এসময় সরকারকে উদ্দেশ্য করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা মনে করেছিলেন মামলা নির্যাতন করে বিএনপিকে ঘরে বসিয়ে দেবেন। বিএনপি ও দেশের জনগণ প্রমাণ করেছে তারা বসে যায়নি বরঞ্চ আপনাদের বিদায় করার জন্য রাস্তায় নেমেছে। তারা (আওয়ামী লীগ) এদেশের কোনো মেরামত করতে পারবে না। তাদের বিদায় যত দ্রুত সম্ভব হবে, এদেশের জনগণের ও দেশের জন্য ততই মঙ্গল।’
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা যত রকমের হুংকার দেন না কেন এদেশের জনগণ ইতোমধ্যে আমাদের সমাবেশগুলোর মাধ্যমে তারা আওয়াজ তুলেছে এই সরকারকে তারা আর দেখতে চায় না। কেন দেখতে চায় না- এই সরকার বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। ১৯৭৫ সালে গণতন্ত্র হত্যা করেছিল। বর্তমানে আবার গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য গণতন্ত্রকে ধ্বংস করেছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনেও কেউ নিজের হাতে ভোট দিতে পারে না।’
মোশাররফ বলেন, যারা গণতন্ত্র হত্যাকারী, যারা ভোটাধিকার হরণকারী, চোর তাদেরকে কেউ আর ভোট দিতে চায় না। সেজন্যই আজকে আওয়ামী লীগের ভয়। এই আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থেকে আমাদের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। কেন এটা আপনারা সকলেই জানেন। তারা দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে।’
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ড. মোশাররফ বলেন, ‘আপনাদের সময় শেষ, আগামী দিনে বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ। আপনাদের বিদায়ের শুভযাত্রাই হচ্ছে এই পদযাত্রা। আপনারা এটাকে যা-ই মনে করেন না কেন আপনাদের বিদায়ের পদযাত্রা হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ সফল পদযাত্রা।’
ঢাকা/ইবিটাইমস/আরএস