সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান বলেছেন, সাজানো মিথ্যা মামলায় বিএনপি নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সাজা দেয়া হয়েছে। এ ধরনের সাজানো ও ফরমেয়াশী মামলায় সাজা দেয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে আজ কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই ও ভোটাধিকার নেই।
সোমবার সাতক্ষীরার আদালত চত্বরে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান।
তিনি বলেন, বিএনপি আজ রাজপথে নেমেছে। সেই সাথে জনগণও রাজপথে নেমে এসেছে। বলেন, নির্দলীয় নিরপক্ষ তত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।
সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার অভিযোগে করা দুই মামলায় স্বাক্ষ্য দেন বিএনপি নেতারা।
ডেস্ক/ইবিটাইমস/এসআর