বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে জাপান

শক্তি ও সূচকের ক্রম অনুসারে অস্ট্রিয়ার অবস্থান নবম স্থানে। বাংলাদেশের অবস্থান ১০১ তম

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ২০২৩ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে হেনেলি পাসপোর্ট ইনডেক্স। কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে সামনে এল দেশের সূচকও। বিগত কয়েক বছর ধরেই ওঠানামা চলছিল শক্তিশালী পাসপোর্টের হিসাব নিকাষ।

২০২৩-এর শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে হেনেলি পাসপোর্ট ইনডেক্স। তাতে শীর্ষ স্থান জখল করেছে জাপান। এই নিয়ে পর পর পাঁচ বছর শীর্ষ স্থান দখল করল জাপানের পাসপোর্ট। জাপানের পাসপোর্ট নিয়ে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩ দেশে ভিসা ছাড়াি যাত্রা করা যায় বলে হেনেলি পাসপোর্ট ইনডেক্সর রিপোর্টৈ বলা হয়েছে।

তবে শীর্ষ স্থান দখলের অর্থ এই নয় যে, জাপানের পাসপোর্টের ব্যবহার সার্বিক। ২০২১-এর শেষ পর্যন্ত জাপানের পাসপোর্ট ব্যবহারকারীর সংখ্যা ছিল ২ কোটি ৪০ লক্ষ। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করে। বরং ২০২০-র তুলনায় জাপানের পাসপোর্ট ব্যবহারকারীর সংখ্যা কমে যায় প্রায় ৩০ লক্ষ। অর্থাৎ জাপানের মোট জনসংখ্যার ২০ শতাংশের কাছেই নিজের দেশের পাসপোর্ট রয়েছে।

তালিকায় পরবর্তী স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া। তারপর রয়েছে জার্মানি এবং স্পেন। তারপর অন্যান্য দেশের মধ্যে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, ইতালি, লাক্সেমবার্গ,অস্ট্রিয়া, ডেনমার্ক, হল্যান্ড এবং সুইডেন।

আমেরিকার পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যাত্রা করা যায়। সুইৎজারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ের ক্ষেত্রেও তা-ই। চিন এবং বলিভিয়ার পাসপোর্ট নিয়ে বিশ্বের ৮০টি দেশে পাসপোর্ট ছাড়া যাত্রা করা যায় সেই তুলনায় রাশিয়ার পাসপোর্ট বেশি শক্তিশালী। বিশ্বের ১১৮টি দেশে ভিসা ছাড়া যাত্রা করা যায়।

আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে যাওয়া যায়। তালিকায় পাকিস্তান রয়েছে ১০৬তম স্থানে। তাদের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যাওয়া যায় ৩২টি দেশে। লন্ডনের অভিবাসন সংক্রান্ত পরামর্শদাতা সংস্থা হেনেলি অ্যান্ড পার্টনার্স এই সূচক প্রকাশ করেছে।

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় ৩ ধাপ উন্নতি হয়েছে। বাংলাদেশের ২০২৩ সালের অবস্থান ১০১ তম। বাংলাদেশিরা ৪১ দেশ ভিসামুক্ত প্রবেশাধিকার পান। এশিয়ায় ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা ও পূর্ব তিমুর ছাড়াও আফ্রিকার ১৬, ওশেনিয়া অঞ্চলের ৭ ও ক্যারিবীয় অঞ্চলের ১২ দেশে বাংলাদেশিদের ভিসামুক্ত প্রবেশের সুবিধা মেলে।

সূচক অনুসারে আমাদের বৃহত প্রতিবেশী ভারত আছে ৮৫ তম অবস্থানে। ভারতের পাসপোর্ট নিয়ে বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া যাত্রা করা যায়। গত বছর ৮৭তম স্থানে ছিল ভারত। তার আগের বছর ছিল ৯০তম স্থানে। এ বার দুই ধাপ উঠল ভারত। মরিসাস এবং উজবেকিস্তানের পাসপোর্টের ক্ষমতাও ভারতের সমান। ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ম্যাকাও মলদ্বীপ, নেপাল শ্রীলঙ্কা, তাইল্যান্ড, কেনিয়া, মরিসাস, সেশেলস, জিম্বাবোয়ে, কাতারের মতো দেশে ভিসা ছাড়া অথবা পৌঁছে ভিসা গ্রহণ করে যাওয়া যায় ভারতের পাসপোর্ট নিয়ে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »