পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে শীতকালীন ক্রিকেট খেলায় জেতাকে কেন্দ্র করে পরাজিতদের হামলায় ৮ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন বাসষ্ট্যান্ডে।
হামালায় আহতরা হলো উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. মিজানুর রহমান অনিক (১৫), মুন্সী মাহিম, রিফাত হোসেন, রাকিব হোসেন, সাজিদ মাহমুদ, তানভীর হোসেন, মানিক মুন্সী এবং রাসেল শেখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত কুমার মিস্ত্রী বলেন, আহতদের শরীরের কোন রক্তঝরা আঘাত না থাকলেও তাদের অবস্থা গুরুতর। এদের মধ্যে অনিক ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।
হামলায় আহত রিফাত হোসেন জানান, ওই দিন উপজেলা সদরের শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত শীতকালীন ক্রিকেট খেলার সেমি ফাইনালে উপজেলা সদরের সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অংশ নেয়। এসময় সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরাজায় নিশ্চিত ভেবে মাঠে বসে বিভিন্নভাবে হুমকী দেয়। সেমি ফাইনালে তাদের সাথে ও পরে ফাইনালে বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাথে বরইবুনিয়া জিতে । খেলা শেষে বাড়ি ফেরার পথে সরকারী বালক বিদ্যালয়ের কিছু ছাত্ররা তাদের সাথে থাকা ক্রিকেট ষ্ট্যাম্প ও ব্যাট দিয়ে ও বেধম মারধর করে।
বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল জানান, খেলায় জিতার কারনে আমাদের ৮ শিক্ষার্থীকে মারধর করে আহত করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস