ভিয়েনা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চির বিদায় ২০২২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ২৭ সময় দেখুন

 মোঃ আনিসুজ্জামানঃ নুতন দিনে এক নবউল্লাসে গ্রহন করেছিলাম তোরে

হেলায় হেলায় সাড়া বৎসর কাটায়ে তোর স্পর্শ পেয়েছি পরে……

একটি মুহূর্ত একটি বৎসর সময়ের মূল্য মানব জীবনে কত যে মহান

সময় নিজস্ব গতিতে চলমান, নহে কিছু তার সমান।

বিদ্যার্জন সহ, সকল সাধনায় সময়ের সঠিক মূল্য দিলে পরে

সাফল্য ধরা দেয়, সুখ আসে ঘরে।

বিনা কাজে কিসের ফল, কোথা পাবেন ফল,

আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ।

সঠিক সময় করিবেন কাজ আলস্য রাখিবেন দূরে

২০২৩ এর নুতন সাফল্যে আপনি দাঁড়াবেন ঘুরে

২০২৩ আসছে তাই নব বর্ষের পথ ধরে।

সাড়া বৎসর মানুষের মঙ্গল হউক মহান

আল্লাহর কাছে এই প্রার্থনা করি……..

দুঃখ কষ্ট ঝগড়া জাটি যুদ্ধ বিগ্রহ মহামারী দূর হয়ে যাক

দূর হতে বহুদূরে……….

হে ২০২৩ ? মানুষের কল্যাণ আর শান্তি নিয়ে আসুক সমগ্রহ বিশ্ব জুড়ে….

কবি মোঃ আনিসুজ্জামান, ভিয়েনা, অস্ট্রিয়া 

সা/ইবিটাইমস/এম আর 

 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চির বিদায় ২০২২

আপডেটের সময় ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

 মোঃ আনিসুজ্জামানঃ নুতন দিনে এক নবউল্লাসে গ্রহন করেছিলাম তোরে

হেলায় হেলায় সাড়া বৎসর কাটায়ে তোর স্পর্শ পেয়েছি পরে……

একটি মুহূর্ত একটি বৎসর সময়ের মূল্য মানব জীবনে কত যে মহান

সময় নিজস্ব গতিতে চলমান, নহে কিছু তার সমান।

বিদ্যার্জন সহ, সকল সাধনায় সময়ের সঠিক মূল্য দিলে পরে

সাফল্য ধরা দেয়, সুখ আসে ঘরে।

বিনা কাজে কিসের ফল, কোথা পাবেন ফল,

আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ।

সঠিক সময় করিবেন কাজ আলস্য রাখিবেন দূরে

২০২৩ এর নুতন সাফল্যে আপনি দাঁড়াবেন ঘুরে

২০২৩ আসছে তাই নব বর্ষের পথ ধরে।

সাড়া বৎসর মানুষের মঙ্গল হউক মহান

আল্লাহর কাছে এই প্রার্থনা করি……..

দুঃখ কষ্ট ঝগড়া জাটি যুদ্ধ বিগ্রহ মহামারী দূর হয়ে যাক

দূর হতে বহুদূরে……….

হে ২০২৩ ? মানুষের কল্যাণ আর শান্তি নিয়ে আসুক সমগ্রহ বিশ্ব জুড়ে….

কবি মোঃ আনিসুজ্জামান, ভিয়েনা, অস্ট্রিয়া 

সা/ইবিটাইমস/এম আর