ভোলা প্রতিনিধিঃ ৫ দিনের মত ভোলার মেঘনায় তুলাতলি পয়েন্টে জ্বালানি তেলবাহী ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার কাজ শুরু হয়েছে। এ উদ্ধার কাজে অংশ নিয়েছে উদ্ধারকারি জাহাজ জোহুর ও হুমায়ারা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)ঘনকুয়াশার কারনে উদ্ধার অভিযান কিছুটা বিঘ্ন ঘটায় সকাল ১১ টা থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল এ উদ্ধার কাজে করেছেন।এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ পরিচালক মোঃ শাজাহান।তিনি জানান, আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানন শুরু হয়েছে। জাহাজটিকে পানির তলদেশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যা. কমান্ডার আকিফ খান রিদম জানায়, দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-২-এর নির্গত তেল যেন পানিতে মিশে পরিবেশ দূষণ করতে না পারে, সে জন্য পঞ্চম দিনের মতো সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ চলমান রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব আবদুল হালিম বলেন, দুর্ঘটনা কবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে, আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি, রিপোর্ট আসতে আরও ৫ দিন সময় লাগবে। তখন বলা যাবে ক্ষতির পরিমান।
উল্লেখ্য, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে চাঁদপুর ও ঢাকার উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
অপরদিকে দ্রুত জাজাজটি উদ্ধার করা না গেলে ভয়াবহ পরিবেশ দুষনের আশংকা করছেন দ্বীপ জেলা ভোলার সর্বস্তরের মানুষ।
মনজুর রহমান/ইবিটাইমস