রিপন শান: কাব্যকথা বিজয় দিবস সম্মাননা ২০২২ পেয়েছেন বিশিষ্ট কবি, সংগঠক ও সম্পাাদক মুস্তফা হাবীব।
কাব্যকথা সাহিত্য পরিষদ ঢাকা তোপখানা রোডস্থ শিশুকল্যাণ সাহিত্য পরিষদ মিলনায়তনে রোববার ২৫ ডিসেম্বর ২০২২ : বিকেল তিনটায় আয়োজন করে ‘কাব্যকথা বিজয় আনন্দ উৎসব -২০২২।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সালাহউদ্দিন বাদল। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। অনুষ্ঠান। উদ্বোধন করেন আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন খ্যাতিমান ছড়াকার সিরাজুল ফরিদ, কবি মুস্তফা হাবীব এবং সাংবাদিক আসাদুজ্জামান আসাদ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ব্যাংকার এবং আশির দশকের কবি আবুল বাশার সেরনিয়াবাদ। অনুষ্ঠানে কবিতা ও সাহিত্যের অন্যান্য শাখায় অবদান রাখার জন্য কবি মুহম্মদ ওবায়াদুল্লাহ, কবি শাহীন ভুইয়া, কবি আসাদুজ্জামান আসাদ এবং কবি মুস্তফা হাবীব সহ কয়েকজন গুণীকে “কাব্যকথা বিজয় দিবস সম্মাননা” প্রদান করা হয়।
প্রায় শতাধিক কবি অনুষ্ঠানে কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রধান কারিগর পুঁথিকবি জালাল খান ইউসুফী ও মোহাম্মদ বাদশা গাজী।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস