চরফ্যাশনে এ. রব ক্যাডেট কেয়ার এন্ড ইংলিশ মিডিয়াম স্কুল এর শুভ উদ্বোধন

রিপন শানঃ ভোলার চরফ্যাশনে এই প্রথম এ. রব ক্যাডেট কেয়ার নামে ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর২০২২) সকালে উপজেলার শরীফ পাড়ার স্নিগ্ধা ভবনের দোতলায় স্কুলটির শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট  শিক্ষাবিদ কালাম পালোয়ান এর সভাপতিত্বে ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুন্নাহার স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ইয়াশরিবা মুমু, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভূমি কর্মকর্তার সহধর্মিনী ইসরাত জাহান লুবনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান  আল এমরান প্রিন্স,  ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাাদক কবি রিপন শান, করিমজান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. খালেক,  ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন প্রমুখ । গুরুত্ববহ  বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তরের চরফ্যাশন প্রতিনিধি মো. আমীর হোসেন এবং গুণী শিক্ষার্থী  মাহিমা চৌধুরী শানজা ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- আধুনিক ও যুগোপযোগী সমাজ তৈরীতে ইংরেজী শিক্ষার বিকল্প নাই। একটি আদর্শ জাতি গঠনে যেমন শিক্ষিত মানুষের মূল্য অপরিসীম, তেমনি একটি উন্নত দেশ গঠনে ইংরেজী শিক্ষায় সুশিক্ষিত হওয়াও জরুরী। চরফ্যাশন উপজেলার জন্য এমন একটি ইংলিশ মিডিয়াম স্কুল অতীব জরুরী ছিলো, যা একটু দেরীতে হলেও আরম্ভ হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাঈনুদ্দিন জমাদার, ক্যাডেট কেয়ারের পরিচালক মোশারফ হোসেন শিপলু, প্রভাষক রেজাউল করিম শাহীন, শিল্পী কেশব সরকার নয়ন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের  বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাাদক ইস্রাফিল শাহীন  সহ বিভিন্ন ইউনিয়নের অভিভাবক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে প্লে নার্সারি ও কেজি ওয়ান এ ৩টি শ্রেণীর কার্যক্রম ইংরেজি ভার্সনে  ইতিমধ্যে শুরু হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »