ঢাকা: নিখোঁজ বিএনপি নেতার বাসায় যাওয়ার পর ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠনের সদস্যরা অনির্ধারিতভাবে কাছে চলে যাওয়ার ঘটনায় অসন্তোষ জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এই অস্বাভাবিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেছেন যুক্তরাষ্ট্রের দূত। তিনি দুশ্চিন্তায় আছেন। অসন্তুষ্ট হয়েছেন। তবে তিনি চাইলে তাকে অধিক নিরাপত্তা দেয়ার কথা জানানো হয়েছে।
বুধবার সকালে ২০১৩ সালে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায় যান পিটার হাস। সেখানে তিনি অবস্থান করেন প্রায় ২৫ মিনিট। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
ঢাকায় মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার উদ্বেগের কারণে মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীরা বৈঠকটি শেষ করেছেন। আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করছি।
এদিকে, যুক্তরাষ্ট্রের দূতের এই সফর যে সরকারের পছন্দ হয়নি, সেটি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট করেন।
ঢাকা/ইবিটাইমস/আরএস