আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা

ব্রাজিল গত ২০ বছরের শিরোপা খরা কাটাতে এইবার শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে কাতারে পা রাখে

স্পোর্টস ডেস্কঃ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সার্বিয়া ও দ্বিতীয় ম্যাচে সুইসদের বিপক্ষে জয় তুলে নেয়। কিন্তু তৃতীয় ম্যাচে আফ্রিকার দেশ ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে বসে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

তবে সেই ধাক্কা কাটিয়ে শেষ ষোলোয় মুখোমুখি হয় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার। নক-আউট রাউন্ডে কোরিয়ানদের ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

য়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। এবারই কিন্তু প্রথম নয় যে বিশ্বকাপ মঞ্চে দেশ দুটি একে অপরের মুখোমুখি হয়েছে। এর আগেও এ দু’দল মুখোমুখি হয়েছে।

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় এবং অস্ট্রিয়ার সময় বিকাল ৪ টায় প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ব্রাজিল ও ক্রোয়েশিয়া
এই পর্যন্ত সব মিলিয়ে ৪টি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় ব্রাজিলের একটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের পরিসংখ্যানে দেশ দুটি দু’বার মুখোমুখি হয়েছে। এবারেরটি নিয়ে হবে তৃতীয়বার। আগের দুইবারে শতভাগ জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

পরিসংখ্যান এবং শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক অঘটন এবারের বিশ্বকাপ কে রোমাঞ্চকর করে তুলেছে। তাই এই
বিশ্বকাপে নিশ্চিত করে আগে থেকে কিছু বলা মুশকিল।

ইতিপূর্বে ২০০৫ সালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। সে ম্যাচটি ১-১ গোল সমতায় ড্র হয়।
এরপর ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব আসরে মুখোমুখি হয় দল দুইটি। যেখানে ব্রাজিল ১-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে।

২০১৪ সালে পুনরায় দু’দলের দেখা হয়। সেখানে ব্রাজিল ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। সর্বশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয়েছিল এই দুইটি ফেভারিট দলের। সেই ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল তিতের শিষ্যরা।

আগামীকাল শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় ৫ম বারের মতো মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এটি হবে বিশ্বকাপ মঞ্চে তৃতীয় দেখা।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »