পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সৌদি প্রবাসী সহ দেড়শত বিএনপির নেতা-কর্মীর নামে বিস্ফারক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত রবিবার (০৪ ডিসেম্বর) উপজেলা যুবলীগের সহসভাপতি মোল্লা আবুল কালাম আজাদ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।
দায়ের হওয়া মামলা সূত্র জানা গেছে, গত রবিবার (০৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে অভিযোগকারী সহ ৫ জনে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বসে বিশ^কাপ ফুটবল খেলা দেখ ছিলেন। এ সময় হঠাৎ অভিযুক্তরা সহ অজ্ঞাত প্রায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অভিযোগকারী সহ সেখানে থাকাদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন। এসময় হামলায় তারা আহত হন।
ওই মামলাটিকে মিথ্যা ও গায়েবী অভিযোগ করে সোমবার (০৫ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে জেলার নাজিরপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার সহ ওই উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক এসএম মাজেদুল কবির রাসেলের মুক্তি দাবী করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহŸায়ক মো. রিয়াজ উদ্দিন রানা।
জানা গেছে, মঠবাড়িয়ায় দায়ের হওয়া ওই মামলায় ১০১ জনকে নামীয় এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে। ওই মালায় আসামী (১৬ নম্বর) হিসাবে থাকা মঠবাড়িয়া পৌরশহরের থানা পাড়া এলাকার ৯নম্বর ওয়ার্ডের মো. সামসু মিয়ার পুত্র মো. জুয়েল (২৯) এবং একই এলাকার মৃত মোসলেম সরদারের পুত্র মো. নান্টু মিয়া (২১) সৌদি প্রবাসী বলে পরিবারের পক্ষ থেকে জানান গেছে।
ওই মামলার ১৭ নম্বর আসামী সৌদি প্রবাসী নান্টু মিয়া বলেন, আমি গত প্রায় সাড়ে ৭ বছর ধরে সৌদিতে আছি। মামলার ১৬ নম্বর আসামী মো. জুয়েল বলেন, গত প্রায় ৯ বছর ধরে তিনি সৌদিতে আছেন।
ওই মামলার বাদী উপজেলা যুবলীগের সহসভাপতি মোল্লা আবুল কালাম আজাদের কাছে মুঠোফোনে মামলার ১৬ ও ১৭ নম্বর আসামী সৌদি প্রবাসী। তারা কিভাবে বোমা হামলার সাথে জড়িত জানতে চাইলে তিনি জানান, তারা সৌদি প্রবাসী হলেও এ ঘটনার সাথে জড়িত আছেন। সেখানে বসে আজ (০৫ ডিসেম্বর) আমাকে হুমকি দিয়ে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. রুহুল আমীন দুলাল বলেন,‘ মামলাটি গায়েবি মামলা। বিএনপির আন্দোলন থামাতে আ’লীগের উদ্যোগে বিএনপি’র নেতা-কর্মীদের নামে সারাদেশের মত মঠবাড়িয়ায় এমন মিথ্যা মামলা দেয়া হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মামলাটি পুলিশের পক্ষ থেকে করা হয় নি। মামলাটির বাদী উপজেলা যুবলীগের নেতা মোল্লা আবুল কালাম আজাদ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস