ভিয়েনা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে সৈয়দ ফয়জুল কীরম থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল বেগম খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা. রিচার্ড বিলি হাসপাতালে টেলিফোনে অস্ট্রিয়ার সংসদে বোমা হামলার হুমকি – হুমকিদাতা শনাক্ত – পুলিশ লালমোহনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ লালমোহনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি

মেঘনা থেকে অপহৃত জেলেরা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ১৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে  জলদস্যুরা ১৫ জেলেকে অপরহরন করেন।অপহরণের ২ দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে তারা।

রবিবার(৪ ডিসেম্বর)বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরেছে এসকল জেলেরা।এর আগে  শনিবার রাতে তাদেরকে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ছাড়িয়ে আনেন।জলদস্যুদেরকে টাকা দিতে দেরি হওয়ায় শারীরিক নির্যাতন করেন জেলেদেকে।জলদস্যুদের ভয়ে অপহরণের এসব ঘটনায় এখন পর্যন্ত জেলেরা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

অপহরনের পরে মুক্তিপণ দিয়ে  বাড়ি ফিরে আসা এসব জেলেরা হলো,তজুমদ্দিন  উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গ্রামের অলি আহমেদের ছেলে আলাউদ্দিন, মোতাহারের ছেলে হাসান, আলী মোস্তফার ছেলে সালাউদ্দিন ও শাহজাহানের ছেলে ইউছুফ, চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি গ্রামের কাশেম মাজির ছেলে লোকমান, আব্দুল মান্নানের ছেলে হান্নান, মহাজনকান্দি গ্রামের আলমগীরের ছেলে আরিফ, বালিয়াকান্দি গ্রামের মোস্তফা মাঝির ছেলে হাসেম ও ভুলাই কান্দি গ্রামের মোস্তফার ছেলে মিরাজ। বাকিদের নাম জানা যায়নি।

বাড়ি ফিরা জেলেরা জানায়,শনিবার রাতে  মুক্তিপন আদায় করে তাদের ইলিশা মাছ ঘাটের দক্ষিন পাশে মাঝির ঘাট নামের একটি নির্জন এলাকায় জলদস্যুরা নৌকা হতে নামিয়ে দেয়। পরে তারা বিভিন্ন সময়ে বাড়ি ফিরে আসলেও বাকীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে এরা অন্য এলাকার হওয়ায় জলদস্যুরা তাদের আলাদা স্থানে রাখে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানায়, অপহরণের পর তজুমদ্দিনের ৯ জেলেসহ ১৫ জনকে ভোলার তুলাতলির পূর্ব পাশে মেঘনার একটি চরে নৌকার মধ্যে বেঁধে রাখে।

স্বজনের জানান,জলদস্যুরা জেলেদেরকে  ব্যাপক মারধর করে মৎস্য আড়তদার ও স্বজনদের সাথে মুঠো ফোনে কথা বলতে দেন। এ সময় ডাকাতরা জেলেদের জীবিত ফেরত নিতে এক লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করে। স্বজনদের বলেন পুলিশকে কোন তথ্য জানালে কাউকে জীবিত ফেরত পাবে না।”

মৎস্য আড়তদার ও স্বজদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি জেলেকে মুক্তির জন্য ডাকাতরা ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ নিয়েছে। এসব টাকা পরিশোধের জন্য ডাকাতদল তাদের আটটি বিকাশ নম্বরে পাঠায়। এসব নম্বর গুলো হচ্ছে 01791476008, 01791669995, 01877244688, 01758112958, 01315394659, 01788185972, 01717792257, 01811144432. ডাকাতদের দেওয়া এসব নাম্বারে অপহৃতদের স্বজনরা মুক্তিপণের টাকা পরিশোধ করে বলে তারা জানায়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, অপহৃত জেলেরা বাড়ি ফেরার খবর পেয়েছি। তাদেরকে আইনগত সহায়তা নেয়ার জন্য বলা হলেও এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে, জলদস্যুদের কিছু বিকাশ নম্বর জেলেরা দিয়েছে, আমরা তা যাচাই করে দেখছি।

উল্লেখ,শুক্রবার(২ ডিসেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার বিছিন্ন চরমোজাম্মল এলাকা মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুরা ১৫ টি ট্রলারে হামলা করে ১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনা থেকে অপহৃত জেলেরা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন

আপডেটের সময় ০৭:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে  জলদস্যুরা ১৫ জেলেকে অপরহরন করেন।অপহরণের ২ দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে তারা।

রবিবার(৪ ডিসেম্বর)বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরেছে এসকল জেলেরা।এর আগে  শনিবার রাতে তাদেরকে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ছাড়িয়ে আনেন।জলদস্যুদেরকে টাকা দিতে দেরি হওয়ায় শারীরিক নির্যাতন করেন জেলেদেকে।জলদস্যুদের ভয়ে অপহরণের এসব ঘটনায় এখন পর্যন্ত জেলেরা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

অপহরনের পরে মুক্তিপণ দিয়ে  বাড়ি ফিরে আসা এসব জেলেরা হলো,তজুমদ্দিন  উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গ্রামের অলি আহমেদের ছেলে আলাউদ্দিন, মোতাহারের ছেলে হাসান, আলী মোস্তফার ছেলে সালাউদ্দিন ও শাহজাহানের ছেলে ইউছুফ, চাঁদপুর ইউনিয়নের মাওলানা কান্দি গ্রামের কাশেম মাজির ছেলে লোকমান, আব্দুল মান্নানের ছেলে হান্নান, মহাজনকান্দি গ্রামের আলমগীরের ছেলে আরিফ, বালিয়াকান্দি গ্রামের মোস্তফা মাঝির ছেলে হাসেম ও ভুলাই কান্দি গ্রামের মোস্তফার ছেলে মিরাজ। বাকিদের নাম জানা যায়নি।

বাড়ি ফিরা জেলেরা জানায়,শনিবার রাতে  মুক্তিপন আদায় করে তাদের ইলিশা মাছ ঘাটের দক্ষিন পাশে মাঝির ঘাট নামের একটি নির্জন এলাকায় জলদস্যুরা নৌকা হতে নামিয়ে দেয়। পরে তারা বিভিন্ন সময়ে বাড়ি ফিরে আসলেও বাকীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে এরা অন্য এলাকার হওয়ায় জলদস্যুরা তাদের আলাদা স্থানে রাখে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানায়, অপহরণের পর তজুমদ্দিনের ৯ জেলেসহ ১৫ জনকে ভোলার তুলাতলির পূর্ব পাশে মেঘনার একটি চরে নৌকার মধ্যে বেঁধে রাখে।

স্বজনের জানান,জলদস্যুরা জেলেদেরকে  ব্যাপক মারধর করে মৎস্য আড়তদার ও স্বজনদের সাথে মুঠো ফোনে কথা বলতে দেন। এ সময় ডাকাতরা জেলেদের জীবিত ফেরত নিতে এক লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করে। স্বজনদের বলেন পুলিশকে কোন তথ্য জানালে কাউকে জীবিত ফেরত পাবে না।”

মৎস্য আড়তদার ও স্বজদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি জেলেকে মুক্তির জন্য ডাকাতরা ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ নিয়েছে। এসব টাকা পরিশোধের জন্য ডাকাতদল তাদের আটটি বিকাশ নম্বরে পাঠায়। এসব নম্বর গুলো হচ্ছে 01791476008, 01791669995, 01877244688, 01758112958, 01315394659, 01788185972, 01717792257, 01811144432. ডাকাতদের দেওয়া এসব নাম্বারে অপহৃতদের স্বজনরা মুক্তিপণের টাকা পরিশোধ করে বলে তারা জানায়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, অপহৃত জেলেরা বাড়ি ফেরার খবর পেয়েছি। তাদেরকে আইনগত সহায়তা নেয়ার জন্য বলা হলেও এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে, জলদস্যুদের কিছু বিকাশ নম্বর জেলেরা দিয়েছে, আমরা তা যাচাই করে দেখছি।

উল্লেখ,শুক্রবার(২ ডিসেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার বিছিন্ন চরমোজাম্মল এলাকা মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুরা ১৫ টি ট্রলারে হামলা করে ১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

মনজুর রহমান/ইবিটাইমস