ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় সাংবাদিকদের সাথে যুবদলের নবগঠিত কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় মনপুরা প্রেসক্লাবে উপজেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা যুবদলের নবগঠিত কমিটির নের্তৃবৃন্দের পরিচয় ও কর্মপরিকল্পনা তুলে ধরেন নবগঠিত উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামছুদ্দিন আহম্মেদ মোল্লা।
উল্লেখ্য; গত ১৪ নভেম্বর মনপুরা উপজেলা যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রিয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়।
এছাড়াও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, মনপুরা প্রেসক্লাবের সভাপতি এম. আলমগীর হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মিজানুর রহমান, মনপুরা প্রেস ক্লাব’র সাধারন সম্পাদক মোঃ অহিদুর রহমান, সাবেক সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ ছালাহ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায়দিন ও মাইটিভি প্রতিনিধি সীমান্ত হেলাল প্রমূখ।
মনজুর রহমান/ইবিটাইমস