পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা আ’লীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিববার (২৭ নভেম্বর) জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের ভার্চুয়ালী উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু। বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পিরোজপুর ১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার,পৌর মেয়র হাবিবুর রহমান মালেকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পরে কাউন্সিলের মাধ্যমে সাবেক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়ালকে সভাপতি এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। সদ্য সাবেক জেলা কমিটির ১নং সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমকে জাতীয় কমিটির সদস্য হিসেবে প্রস্তাব করা হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস