ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রবিবার বিকাল সাড়ে ৪টায় ফুটবল দাল আর্জেন্টিনার সমর্থকরা মটর সাইকেল শোভাযাত্রা বের করেছে। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আর্জেন্টিনার পতাকার সাথে দীর্ঘ ৩০০ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে।
ফুটবল প্রেমিদের মাঝে বিশ্বকাপ নিয়ে আগ্রহ বাড়িয়ে তুলেছে। তাদের শ্লোগান ছিল বাকি আর মাত্র একদিন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ১জন আর্জেন্টাইন সমর্থক বলেন বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নিবে তখন আমরাও আমাদের দেশের পতাকা নিয়ে শোভাযাত্রা বের করবো। মানুষকে সেই ধরণের প্রেরণা দেয়ার জন্য এই শোভাযাত্রার আয়োজন।
বাধন রায়/ইবিটাইমস