ভিয়েনা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে সৈয়দ ফয়জুল কীরম থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল বেগম খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা. রিচার্ড বিলি হাসপাতালে টেলিফোনে অস্ট্রিয়ার সংসদে বোমা হামলার হুমকি – হুমকিদাতা শনাক্ত – পুলিশ লালমোহনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ লালমোহনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি

আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন ভোলার মিঠুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ২৭ সময় দেখুন

মনজুর রহমান, ভোলাঃ সারাদেশের মত দ্বীপজেলা ভোলাতেও চলছে উন্মাদনা।  পাড়া মহল্লা অলিগলিতে শোভা পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা।
শহরের স্পোটর্সের দোকানগুলোতেও সমর্থকদের জার্সি কেনার ধুম পড়ে গেছে। দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততই বাড়ছে উত্তাপ-উম্মাদনা।

এদিকে দলকে ভালোবেসে অজিৎ দে মিঠু নামের এক সমর্থক আর্জেন্টিনা পতাকার আদলে সাজিয়েছেন নিজের বাড়ি। যেটি এখন ‘আর্জেন্টিনা বাড়ি’ নামে বেশ পরিচিতি লাভ করেছে। দুর-দুরান্ত থেকে সেই বাড়ি দেখতে ভীড় জমাচ্ছেন মানুষ।

ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বাপ্তাগ্রামের অজিৎ দে মিঠুন। পেশায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী। নিজের উপার্জনের একটা অংশ থেকে ৪০ হাজার টাকা  খরচ করে রং করে অর্জেন্টিনা পতাকার আদলে রং করে নিজের ঘর সাজিয়ে তাক তাগিয়ে দিয়েছেন তিনি। এই বাড়িটিকে মানুষ আর্জেন্টিনা বাড়ি নাম দিয়েছেন।  বাড়িটি দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। তারাই ভীড় জমাচ্ছেন সেই বাড়িতে। কেউ ছবি তুলছেন কেউ বা মিঠুনকে অভিনন্দন দিচ্ছেন। আর্জেন্টিনা দলকে ভালোবেসে এমন ভালোবাসার বহিঃপ্রকাশ বললেন অজিৎ।

আর্জেন্টিনা সমর্থক অভিজিৎ দে মিঠুন বলেন, আমি   আর্জেন্টিনা দলকে ভালোবাসি, ম্যারাডোনা যখন খেলতে কখন থেকে এই দলকে ভালোবাসি। এ দলটির  প্রতি ভালোবাসা আছে আমার, তাই ভাবলাম নিজের বাড়িটিতে আর্জেনিন্টার পতাকার আদলে রং করেছি।

তিনি বলেন, ৪ জন শ্রমিকের পুরো ঘরটি রং করতে ৫ দিন সময় লেগেছে। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। তবুও দলের প্রতি ভালোবাসা আছে তাই এমনটি করেছি।

এদিকে বাড়িটি দেখতে মানুষের ভীড় জমলেও স্বামীর এমন কাজকে সমর্থন করেন মিঠুনের স্ত্রী মিতু রানী। তিনি বলেন, আমিও আর্জেন্টিনার সমর্থক, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। প্রতিদিন মানুষ ভীড় জমাচ্ছেন। আমি বিরক্ত হই না, এটা আমার কাছেও ভালো লাগে।

মৃনাল কান্তি নিবাস’ নামের বাড়িটি এখন সবার কাছেই যেন আর্জেন্টিনা বাড়ি হিসেবে বেশ পরিচিতি লাখ করেছে। সেই বাড়িটি দেখতে আসা সাগর মিত্র, নীল কান্ত দে, রাজিব দাস ও খোকন চৌধুনি বলেন, বাড়িটি অনেক সুন্দর হয়েছে, আমরা দেখতে এসেছি। মিঠুন স্বল্প আয়ের মানুষ হলেও আর্জেন্টির প্রতি তার এমন ভালোবাসা অনেকের কাছেই অনুকরনীয়।

ব্রাজিল সমর্থক গৌরব দাস বলেন, ফুটবল মানেই ব্রাজিল। আমরা আশা করছি এবার ব্রাজিল জয়লাভ করবে।

কাতার বিশ্বকাপ ফুলবলকে কেন্দ্র করে এমন উম্মাদনা শুধু বাপ্তা গ্রামে নয়, ছড়িয়ে পড়েছে  জেলার সব স্থানে। শহরের পাড়া মহল্লা অলিগলিতে শোভা পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা। জার্সি গায়ে জড়িয়ে দলের সমর্থন নিয়ে যুক্তি-তর্কের যেন শেষ নেই সমর্থকদের।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন ভোলার মিঠুন

আপডেটের সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

মনজুর রহমান, ভোলাঃ সারাদেশের মত দ্বীপজেলা ভোলাতেও চলছে উন্মাদনা।  পাড়া মহল্লা অলিগলিতে শোভা পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা।
শহরের স্পোটর্সের দোকানগুলোতেও সমর্থকদের জার্সি কেনার ধুম পড়ে গেছে। দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততই বাড়ছে উত্তাপ-উম্মাদনা।

এদিকে দলকে ভালোবেসে অজিৎ দে মিঠু নামের এক সমর্থক আর্জেন্টিনা পতাকার আদলে সাজিয়েছেন নিজের বাড়ি। যেটি এখন ‘আর্জেন্টিনা বাড়ি’ নামে বেশ পরিচিতি লাভ করেছে। দুর-দুরান্ত থেকে সেই বাড়ি দেখতে ভীড় জমাচ্ছেন মানুষ।

ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বাপ্তাগ্রামের অজিৎ দে মিঠুন। পেশায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী। নিজের উপার্জনের একটা অংশ থেকে ৪০ হাজার টাকা  খরচ করে রং করে অর্জেন্টিনা পতাকার আদলে রং করে নিজের ঘর সাজিয়ে তাক তাগিয়ে দিয়েছেন তিনি। এই বাড়িটিকে মানুষ আর্জেন্টিনা বাড়ি নাম দিয়েছেন।  বাড়িটি দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। তারাই ভীড় জমাচ্ছেন সেই বাড়িতে। কেউ ছবি তুলছেন কেউ বা মিঠুনকে অভিনন্দন দিচ্ছেন। আর্জেন্টিনা দলকে ভালোবেসে এমন ভালোবাসার বহিঃপ্রকাশ বললেন অজিৎ।

আর্জেন্টিনা সমর্থক অভিজিৎ দে মিঠুন বলেন, আমি   আর্জেন্টিনা দলকে ভালোবাসি, ম্যারাডোনা যখন খেলতে কখন থেকে এই দলকে ভালোবাসি। এ দলটির  প্রতি ভালোবাসা আছে আমার, তাই ভাবলাম নিজের বাড়িটিতে আর্জেনিন্টার পতাকার আদলে রং করেছি।

তিনি বলেন, ৪ জন শ্রমিকের পুরো ঘরটি রং করতে ৫ দিন সময় লেগেছে। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। তবুও দলের প্রতি ভালোবাসা আছে তাই এমনটি করেছি।

এদিকে বাড়িটি দেখতে মানুষের ভীড় জমলেও স্বামীর এমন কাজকে সমর্থন করেন মিঠুনের স্ত্রী মিতু রানী। তিনি বলেন, আমিও আর্জেন্টিনার সমর্থক, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। প্রতিদিন মানুষ ভীড় জমাচ্ছেন। আমি বিরক্ত হই না, এটা আমার কাছেও ভালো লাগে।

মৃনাল কান্তি নিবাস’ নামের বাড়িটি এখন সবার কাছেই যেন আর্জেন্টিনা বাড়ি হিসেবে বেশ পরিচিতি লাখ করেছে। সেই বাড়িটি দেখতে আসা সাগর মিত্র, নীল কান্ত দে, রাজিব দাস ও খোকন চৌধুনি বলেন, বাড়িটি অনেক সুন্দর হয়েছে, আমরা দেখতে এসেছি। মিঠুন স্বল্প আয়ের মানুষ হলেও আর্জেন্টির প্রতি তার এমন ভালোবাসা অনেকের কাছেই অনুকরনীয়।

ব্রাজিল সমর্থক গৌরব দাস বলেন, ফুটবল মানেই ব্রাজিল। আমরা আশা করছি এবার ব্রাজিল জয়লাভ করবে।

কাতার বিশ্বকাপ ফুলবলকে কেন্দ্র করে এমন উম্মাদনা শুধু বাপ্তা গ্রামে নয়, ছড়িয়ে পড়েছে  জেলার সব স্থানে। শহরের পাড়া মহল্লা অলিগলিতে শোভা পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা। জার্সি গায়ে জড়িয়ে দলের সমর্থন নিয়ে যুক্তি-তর্কের যেন শেষ নেই সমর্থকদের।

মনজুর রহমান/ইবিটাইমস