চরফ্যাশন ভোলা প্রতিনিধিঃ গতকাল রবিবার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গবেষণা বিভাগের অধ্যাপক মোঃ শামীম। উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করা। করোনা কালীন পড়াশুনার ঘাটতি কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্য ছিল।
ঐ সময় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও পিটিএ কমিটির সভাপতি, অভিভাবক সদস্য, কচুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সহ সকল শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত গবেষণায় গবেষণামূলক তথ্য সংগ্রহের জন্য চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের সাথে অধ্যাপক মোঃ শামীম প্রায় ঘন্টাখানেক কুশল বিনিময় এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন ।
এরপর দ্বিতীয় ধাপে বিদ্যালয়ের শিক্ষকদের কে নিয়ে বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে বিদ্যালয়ের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা অসুবিধা ও শিক্ষা সংক্রান্ত সুবিধা অসুবিধা তথা সার্বিক দিকগুলো আলোচনা করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
তিনি আজ সকালে ঢাকা থেকে চরফ্যাশন এসে চরফ্যাশনের আনাচে-কানাচে ঘুরে দেখেন এবং ভূয়সি প্রশংসা করেন । চরফ্যাশনের সৌন্দর্য এবং খুব সাজানো গোছানো ও পরিকল্পিত একটি উপজেলা হিসাবে আরো প্রশংসা করেন।
সামসুন নাহার স্নিগদা/ইবিটাইমস