তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে জি-৭

ডেস্ক রিপোর্ট: জি-৭ দাম কমানোয় সহায়তা করতে তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে। ওপেক প্লাসের ব্যাপকভাবে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের একমাস পর ধনী দেশগুলোর সংগঠন জি-৭ শুক্রবার এ আহ্বান জানায়।

জার্মানীতে বৈঠক শেষে জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বলেছেন, উৎপাদন বাড়ানোর মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধের কারনে সৃষ্ট তেলের বাজারের অস্থিরতা কমবে।

অক্টোবরে ১৩ সদস্য রাষ্ট্রের ওপেক এবং মস্কোর নেতৃত্বাধীন এর ১০ মিত্র দেশ নভেম্বর থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছিল। এতে তেলের মূল্য বৃদ্ধির আশংকা তৈরি হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »