পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অটো চাপায় মো. জাবেদ হোসেন (০৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জাবেদ উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা নিবাসী সৌদি প্রবাসী মো. ইমাম হোসেনের ছেলে। সে উপজেলার পারসাতুরিয়া রহমানিয়া আশরাফুল উলুম মাদরসার প্রথম শ্রেনির ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসপাতাল সড়ক এলাকায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানান গেছে, ওই দিন সকালে ওই মাদরাসা ছাত্র তার ফুফু বাড়ী উপজেলার হাসপাতাল সড়কের বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকালে বাসার সামনে হাসপাতাল সড়কে রাস্তা পারাপাড়ের সময় সে দৌড় দিলে একটি অটো রিক্সা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর অঅহত হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ছোয়া বিশ্বাস জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করলে বরিশাল যাওয়ার পথেই শিশুটি মারা যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক অটো চালকটিকে আটক করা হয়েছে। এ সময় এর চালক দৌড়ে পালিয়ে যায়। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস