ইমরান খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, সন্ত্রাসী আটক

ইমরান খান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে। তিনি আহত হলেও তার জীবন সংকটাপূর্ণ নয় 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

নতুুন নির্বাচনের দাবিতে সমগ্র দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন ইমরান। সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে এক অজ্ঞাত বন্দুকধারী।

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ ওয়াজিরাবাদে লং মার্চের সময় ইমরান খানের পা লক্ষ্য করে গুলি চালিয়েছে এক অস্ত্রধারী।

ইমরান খানের ওপর হামলার পর ‘অত্যন্ত কঠোর ভাষায়’ এ ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এ ঘটনার দ্রুত তদন্ত করার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও নির্দেশ দিয়েছেন বলে জানান পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডন।

আজ বৃহস্পতিবার(৩ নভেম্বর) পাকিস্তানে ইমরান খানের লংমার্চে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ইমরান খানসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা জানিয়েছেন। পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পিটিআই নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আমি এ ঘটনার বিষয়ে রিপোর্ট দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। আমি পিটিআইয়ের চেয়ারম্যানসহ (ইমরান খান) অন্যান্য আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি।’

বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো জানিয়েছে,গত ২৯ অক্টোবর থেকে লংমার্চ শুরু করেছেন পাকিস্তানের বিরোধী দল পিটিআইয়ের নেতা ইমরান খান। এরপর আজ এ হামলার ঘটনা ঘটল। হামলার সময় ইমরান খানের পাশে ছিলেন তাঁর দলের নেতা ইমরান ইসমাইল। তিনি বলেন, একে-৪৭ রাইফেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজে বন্দুক হাতে এক যুবককে দেখা গেছে। পরে ইমরান খানের সমর্থকরা যুবককে আটকাতে সক্ষম হয়। তবে তার এলোপাতারি গোলাগুলিতে ইমরান খান সহ ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইমরানের ওপর হামলার পর শাহবাজ শরিফ বলেছেন, কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের প্রাদেশিক সরকারকে নিরাপত্তা ও তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। শাহবাজ বলেন, ‘আমাদের দেশের রাজনীতিতে সন্ত্রাসের কোনো স্থান নেই।’

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »