সপ্তাহব্যাপী তালের চারা রোপন ও বিতরণ করবে ঝালকাঠি বন্ধুসভা

ঝালকাঠি প্রতিনিধিঃ জলবায়ুর বিরূপ পরিবর্তনের মাঝে দেশকে ভালো রাখতে প্রথম আলো’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠি বন্ধুসভা বুধবার থেকে সপ্তাহব্যাপী “একটি করে ভালো কাজ” এর জন্য “তালের চারা রোপণ ও বিতরণ” একটি যুগোপযোগী এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। যা এই বিরুপ পরিবেশে বজ্রপাত সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে।

দেশব্যাপি নানান আয়োজন করে থাকে। যে আয়োজনে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করে কাজ করে। পূর্বে এই বিদ্যালয়ে মাদক বিরোধী শপথ, বৃক্ষরোপণ, বাল্য বিবাহ প্রতিরোধে এখানে সভা সেমিনার করেছে। আজ এখানে তাল গাছের বীজ ও চারা রোপন করার মাধ্যমে শিক্ষার্থীদের যে সচেতণ মূলক বার্তা পৌছানো হলো এতে করে এই এলাকার শিক্ষার্থীদের অনেকেই তাদের বাড়ীর আশেপাশে এই চারা বা বীজ বপন করবে বলে আশা রাখি। তিনি ঝালকাঠি বন্ধুসভার এমন উদ্যোগকে সাধু বাদ জানান।

তালের চারা রোপনের সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা বলেন, ঝালকাঠি বন্ধুসভার অর্ধশতাধিক বন্ধু নিরলসভাবে তালগাছের চারা ও বীজ সংগ্রহের জন্য কাজ করেছে এবং ইতোমধ্যেই ১হাজারেরও বেশি তালগাছের চারা ও বীজ সংগ্রহ করা হয়েছে। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন স্থানে যেমন: বেড়িবাধ, বিলের পার, দিঘির পার, রাস্তার দু পাড়ে রোপন করা হবে। চারাগুলো আগামিতে যাতে বেড়ে উঠতে পারে সেজন্য আলাদাভাবে পরিচর্যা করা হবে। এছাড়াও তালের চারা রোপন ও বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের অর্ধশত বন্ধু এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যারা উপস্থিত থেকে এই আয়োজনের সফল করেন।

বাধন রায় /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »