জনগণ আর রাতে ভোট হতে দেবে না: রিজভী

ডেস্ক রিপোর্ট: জনগণ আর রাতে ভোট হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রশক্তিকে কব্জা করে আর মানুষকে দমাতে পারবেন না সরকার। মানুষ আজ জেগে উঠেছে। হামলা করে, গুলি চালিয়ে আর এই দেশের জনগণকে দমানো যাবে না।

রোববার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগনেত্রী প্রতিনিয়ত রিজার্ভ, বিদ্যুৎসহ নানা উন্নয়ন নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন। বলেন, ‘পৃথিবীর কোনো শাসক দুর্ভিক্ষের ভয় দেখায় না। অথচ এই সরকারের প্রধান বাংলাদেশকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছেন। তাঁরা শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতুসহ এত উন্নয়নের কথা বলেন, এখন টাকা কই? প্রকৃতপক্ষে দুর্ভিক্ষ এসে গেছে। খাগড়াছড়িতে একজন মা তাঁর সন্তানের মুখে খাবার দিতে না পেরে বিক্রির জন্য চেষ্টা করেছেন, এটাই দুর্ভিক্ষের নমুনা।’

রিজভী আরও বলেন, ‘মানুষের কাছে টাকা যদি না থাকে, তাঁরা যদি স্বাচ্ছন্দ্যে না থাকতে পারে, তাহলে কীসের উন্নয়ন? আসলে আওয়ামী লীগের নেতারা এতদিন মানুষকে মিথ্যা উন্নয়নের গল্প শুনিয়েছেন। তাঁদের মিথ্যা উন্নয়নের পর্দা তুললে দেখা যাবে, কোটি কোটি টাকার দুর্নীতি।’

দেশের জনগণ জেগে উঠেছে আর তাদের দমানো যাবে না বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘হেফাজতের আন্দোলন দমনের কথা বলে বিএনপিকে ভয় দেখাতে চাইছেন শেখ হাসিনা। হামলা করে, গুলি চালিয়ে আর বিএনপিকে দমানো যাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘অতীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গেছেন। বাংলাদেশের জনগণ আর সেটা হতে দেবে না। বিএনপির নেতৃত্বে মানুষ রাস্তায় নেমে পড়েছে, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবে না।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »