ভোলা প্রতিনিধিঃ মনপুরায় বন্যা নিয়ন্ত্রনে টেকসই উঁচু বেড়ীবাঁধ নির্মান ও অধিক পরিমানে সাইক্লোন সেন্টার নির্মান করা হবে। এবং ঘূর্ণিঝড় সিত্রাং সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে শিঘ্রই ক্ষতিপূরণ দেয়া হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে মনপুরায় বন্যায় ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শণে এসে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডাঃ এনামুর রহমান।
গত ২৪ তারিখ দিবাগত রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বন্যায় মনপুরা উপজেলা সদর হাজীর হাট, রামনেওয়াজ, দক্ষিণ সাকুচিয়া, ইশ্বরগঞ্জ, চর কলাতলী, চর সামসুদ্দিন সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়।
তারই প্রেক্ষিতে হেলিকপ্টার যোগে বন্যা কবলিত মনপুরা উপজেলা পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডাঃ এনামুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ কামরুল হাসান (এনডিসি)।
এসময় প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সিত্রাংয়ের তান্ডবে বিধ্বস্ত ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন।পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি উপজেলার পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলার নির্বাহী অফিসার আশিষ কুমার, আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মনজুর রহমান/ইবিটাইমস