পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় কলেজ ছাত্রী (২১) কে ধর্ষনেঅন্ত:স্বত্বার অভিযোগে মো. জহির উদ্দিন ওরফে অন্তু সরদার (৩০) নামের এক ছাত্রসমাজের নেতাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
গ্রেফতারকৃত জহির উদ্দিন ভান্ডারিয়া উপজেলার পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ভান্ডারিয়ার সরদার পাড়া এলাকার মো. মোশারেফ সরদারের ছেলে এবং সরকারী দল আ’লীগের জোট সমর্থিত জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) ছাত্রসমাজের উপজেলা সাধারন সম্পাদক। আর ওই কলেজ ছাত্রী
জেলার পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের রাস্ট্র বিজ্ঞানের সম্মান (অনার্স) প্রথম বর্ষের ছাত্রী। ওই কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে তিনি বাদী হয়ে গত সোমবার (০৩ অক্টোবর) থানায় একটি মামলা দায়ের করেন।
থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত জহির উদ্দিন ওই কজে ছাত্রীর সাথে গত এক বছর আগে প্রেমের সম্পর্ক হয়। এর সূত্র ধরে বিয়ের প্রলভোন দেখিয়ে গত ১৫ এপ্রিল প্রথম ও পরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে জোর করে ধর্ষন করে। এতে তিনি হয়ে অন্ত:স্বত্বা পড়েন। তাই
তিনি ওই জহির উদ্দিনকে বিয়ের দাবী জানালে সে বিয়ে করার কথা এড়িয়ে যায়।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ওই ছাত্র সমাজের নেতাকে গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে ওই রাতে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্র্টি’র (জেপি, মঞ্জু) সভাপতি মো. মনিরুজ্জামান জমাদ্দার অভিযুক্ত জহির উদ্দিন উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক বলে নিশ্চিত করেছেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস