ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সব বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সব বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে । শনিবার মহাষষ্ঠী মধ্য দিয়ে জেলার ১৭৩ টি পূজামন্ডবে এবছর শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে । । আজ সকালে মন্ডবে মন্ডবে ষষ্ঠাদি কল্পারম্ভা ও বিহিত পূজা অনুষ্ঠিত হয় । সন্ধ্যায় হবে দেবীর বোধন,আমন্ত্রণ ও অধিবাস।

প্রতিমা তৈরী করার কাজ সম্পন্ন হয়েছে এবং, প্রতিমার গায়ে রং তুলি আচঁড়ে কাজ শেষ করে প্রতিমা শিল্পীরা বিদায় নিয়েছে । মন্ডবের বাইরে সাজসজ্জা কাজে ব্যাস্ত চারু ও কারু শিল্পীরা ।এবছর পূজা উপলক্ষে তোরন ও আলোক সজ্জা কমকরে মন্দিরে সাজসজ্জা বাড়ানো হয়েছে । সকাল থেকে পূজা মন্ডপগুলির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আনসার ও ভিডিপির সদস্যরা । প্রতিটি মন্ডবে ৮ জন সদস্য নিয়োজিত করা হয়েছে। পুলিশ ও র‍্যাব বাহিনীর সদস্যরা মোবাইল ও ্স্ট্রাইকিং ফোর্স হিসাবে মন্ডবগুলি মনিটরিং করবে।

দ্রব্যমূল্যের উধ্বগতির কারনে সার্বজনীন পূজা মন্ডবে খরচ বেড়ে গেছে এবং অন্যদিকে পূজার জন্য চাঁদা আদায়ের পরিমান কমেছে। প্রতিমা শিল্পীরা জানিয়েছে ,প্রতিমা তৈরীর মাটি ও খড়কুটো সহ উপকরন এবং শ্রমিকের মজুরী বৃদ্ধির কারনে তারা মন্দির কমিটি গুলোর কাছে প্রতিমা তৈরীর জন্য বিগত বছরগুলির চেয়ে বাড়তি অর্থ দাবি করছে।

ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পূজা উদযাপন পরিষদ আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেনীপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে।

বাধন রায়/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »