ঝালকাঠির শিশু শিল্পী স্বাধীন চন্দ্র শীলের ভক্তিমূলক সংগীতে জাতীয় পুরস্কার অর্জন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শিশু শিল্পী স্বাধীন চন্দ্রশীল আন্তজার্তিক কৃষ্ণভানামৃত সংঘ (ইস্কন) আয়োজিত দেশব্যাপী অনুষ্ঠিত ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২২ এর চূড়ান্ত প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত ২৩ ও ২৪ চূড়ান্ত পর্বের স্বাধীন চন্দ্রশীল প্রতিযোগীদের টপকে ভক্তিমূলক সংগীত পরিবেশন করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখেন। খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ।

স্বাধীন চন্দ্রশীল ঝালকাঠি শহরের পুরতান কলেজ দেবত্তর কলোনীর বাসিন্দা বাসুদেব চন্দ্রশীল ও মা কৃষ্ণা রানীর পুত্র। স্বাধীন ঝালকাঠির গুনী সংগীত শিক্ষক বীনা রায়ের কাছে সংগীতে নিয়মিত তালিম নিচ্ছে । স্বাধীন চন্দ্রশীল সকলের আশীর্বাদ প্রার্থী।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »