পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মো. কালাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মো. কালাম জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের রওশন আলীর ছেলে। এ সময় ইয়াবা রাখার দায়ে কালামকে ১০ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং গাঁজা রাখার দায়ে ২ বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা , অনাদায়ে ৩ মাসের
কারাদন্ড প্রদান করেন।
আদালত সুত্র জানা গেছে, গত ২০১৪ সালের ২৮ মে উপজেলার বড়মাছুয়ার ষ্টীমারঘাট এলাকা থেকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮০০পিচ ইয়াবা ও গাঁজা সহ ওই কালাম ও তার সাথে থাকা ৭ জনকে আটক করেন। আদালত ওই মামলার অন্য ৭ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. জহুরুল ইসলাম ওই দন্ডের তথ্য নিশ্চিত করে জানান, ওই মামলার রায় প্রদান কালে দন্ডপ্রাপ্ত আসামী কালাম পলাতক ছিলেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস