ঝালকাঠিতে দুর্গার মন্ডবে প্রতিমার রংয়ের কাজ শুরু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় ১৭৩ টি পূজামন্ডবে এবছর শারদীয় দুর্গার পূজা অনুষ্ঠিত হবে । প্রতিমা তৈরী করার কাজ প্রায় সম্পন্ন , প্রস্তুতি চলছে প্রতিমার গায়ে রং তুলি আচর দেয়া । মন্ডবের বাইরে সাজসজ্জা কাজে ব্যাস্ত চারু ও কারু শিল্পীরা ।

হিন্দু সম্প্রদায় সর্ববৃহৎ উৎসব শারদীয় দুগার্ পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরীর শেষ সময়ের কাজ নিয়ে ব্যাস্ত প্রতিমা শিল্পীরা। তারা তাদের সহকমর্ীদের নিয়ে একটি পর একটির মন্দিরে ছুটছে । দ্রব্যমূল্যের উধ্বগতির কারনে সার্বজনীন পূজা মন্ডবে খরচ বেড়ে যাবে এবং অন্যদিকে পূজার জন্য চাঁদা আদায়ের পরিমান কমে যেতে পারে।

প্রতিমা শিল্পীরা জানিয়েছে ,প্রতিমা তৈরীর মাটি ও খড়কুটো সহ উপকরন এবং শ্রমিকের মজুরী বৃদ্ধির কারনে তারা মন্দির কমিটি গুলোর কাছে প্রতিমা তৈরীর জন্য বিগত বছরগুলির চেয়ে বাড়তি অর্থ দাবি করবেন । প্রায় সব মন্দিরে প্রতিমার অবয়ব তৈরী করে প্রথম ও দ্বিতীয় ধাপের মাটির কাজ শেষ হয়েছে । কোথাও কোথাও মাটির কাজ শেষ করে প্রতিমা রং করা শুরু হয়েছে।

ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পূজা উদযাপন পরিষদ আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেনীপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ন পরিবেশে পূজা  উদযাপন সম্ভব হবে।

বাধন রায়/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »