ভোলা প্রতিনিধিঃ ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোরনের দায়ে ৫ জনকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৫ সেপ্টম্বর)কোস্টগার্ডের অভিযানে সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলী সুজা এ দন্ড দেন। এ সময় ২ টি ড্রেজার মেশিন ও ৭ টি বাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ড।
দন্ডপ্রাপ্তরা হলেন,মোঃ আকিব,মেঃ হাবিব,মাসুম হাওলাদার,শরিফ খলিফা,রফিকুল ইসলাম খলিফা। এদের বাড়ি ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায়।
কোস্টগার্ডের ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কেএম শাফিউল কিঞ্জল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম ভোলার ভেদুরিয়া এলাকার তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন, ৭ টি বাল্কহেড সহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেকের ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে। জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশশিন নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড।
মনজুর রহমান/ইবিটাইমস