পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- জেলার নেছারাবাদ উপজেলার দক্ষিন জগন্নাথ গ্রামে মৃত আলি আকবার ছেলে মেহেদী হাসান ফুয়াদ (৪০) এবং একই গ্রামের মৃত ইয়াকুব আলী ছেলে মো: রাজু (২৫)।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে র্যাব-৮ উপ পরিচালক মেজর মোহাম্মাহ জাহাঙ্গীর আলম-এর প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন জগন্নাথ কাঠি মো: জাহাঙ্গীর এর মুরগীর ফার্মের পশ্চিম পাশে ইয়াবা বেচাকেনার হচ্ছে একন গোপন সংবাদের ভিত্তিতে ওই
দিন দুপুর সাড়ে বারো দিে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৭ পিচ ইয়াবা ও দুই গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮ একটি আভিয়ান টিম সেথানে পৌঁছলে র্যাব এর উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে
তাদের ঘেরাও করে আটক করা হয়। এ সময় এসময় তার দেহ তল্লাশি করে সাথে থাকা তাদের কাছ থেকে ওই ইয়াবা ও ক্রিস্টাল মেথ
আইস উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ বরিশাল সিপিএসির ডিএডি মনিরুল ইসলাম বাদী হয়ে নেছারাবাদ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মাদ হোসেন জানান, র্যাব-৮ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে রাতে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস